কলকাতা: তিনি নাকি কখনোই চুপচাপ বসে থাকতে পারেন না! সবসময় তাঁকে কিছু না কিছু কাজ করতেই হয়! ছুটির দিন বাড়িতে থাকলেও নাকি সারাদিনই বাড়ির কাজে কেটে যায় তাঁর। তিনি কে? দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সদ্য তাঁর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মা হতে চলেছেন তিনি। আর ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকার পুরনো একটি ক্লিপিংস। সেখানেই তিনি নিজের একটি অভ্যাসের কথা বলেছেন অকপটে। 


যে ক্লিপিংসটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দীপিকা একটি মঞ্চে দাঁড়িয়ে নিজের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। সেখাই দীপিকা বলেছিলেন, 'আমার ওসিডি রয়েছে।' এই ওসিডি আসলে একটি চরিত্রের দিক। ওসিডির পুরো কথাটি হল, Obsessive compulsive disorder।  যাঁদের ওসিডি থাকে, তাঁদের মধ্যে খুব গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়। এর কারণ, তাঁর ভয় পান যে প্রয়োজনের সময় নাকি তাঁরা বিভিন্ন জিনিস খুঁজে পাবেন না। সবসময় সমস্ত জিনিস নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়। দীপিকার নাকি এই ওসিডি রয়েছে।


দীপিকা বলেন, 'বাড়িতেও আমার অবসর সময়ে আমি সবসময়েই কিছু না কিছু পরিষ্কার করতে থাকি। এতে আমি ভীষণ মানসিক শান্তি পাই। কখনও চুপ করে বসে থাকতে পারি না। আর এই বাড়ির জিনিস পরিষ্কার করে আমি ভীষণ আনন্দ পাই, শান্তি পাই। এই অভ্যাস আমার ছোট থেকেই। একটা সময় আমাদের বন্ধুদের মধ্যে খুব স্লিপওভারের চল ছিল। অর্থাৎ সব বন্ধুরা একজনের বাড়িয়ে গিয়ে জমায়েত হবে, রাতে শেখানেই থাকবে। গল্প-আড্ডা হবে। আর সব বন্ধুদের বাড়িতেই আমার আমন্ত্রণ থাকত। আমি মনে করতাম, আসলে সবাই আমায় খুব ভালবাসে, তাই প্রত্যেকের বাড়িতে ডাকে। অনেকটা বড় হওয়ার পরে আমি বুঝতে পারি, আসলে আমি যখনই কারও বাড়ি যেতাম, জিনিসপত্র গোছানো শুরু করে দিতাম। তাদের ঘর এমনকি আলমারিও গুছিয়ে দিয়ে আসতাম। সেই কারণেই সবাই আমায় নিজের বাড়িতে আমন্ত্রণ করত। আমি কখনও বুঝিইনি বিষয়টা।'


 






আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।