দেখুন দীপিকার রিপোর্ট কার্ড।
সঙ্গে রণবীরের প্রতিক্রিয়া। বড্ড ঝামেলা করে, স্ত্রীর সম্পর্কে তাঁর উপলব্ধি।
আবার অন্য এক রিপোর্ট কার্ডে লেখা, দীপিকাকে কথা শোনা অভ্যেস করতে হবে।
রণবীর লিখেছেন, হ্যাঁ, দিদিমণি, আমি একমত।
আর একটিতে লেখা, ও দিবাস্বপ্ন দেখে।
রণবীর লিখেছেন, হেডস ইন দ্য ক্লাউড।
রণবীর এখন ১৯৮৩-তে ভারতের ক্রিকেট বিশ্বজয় নিয়ে ছবি করছেন, নাম ৮৩। তিনি কপিল দেবের ভূমিকায়। দীপিকা আছেন কপিলের স্ত্রী রোমির চরিত্রে।
পাশাপাশি দীপিকা এখন ব্যস্ত ছপাক ছবির শ্যুটিংয়ে। এতে তিনি করছেন এক অ্যাসিড আক্রান্ত তরুণীর চরিত্র।