পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে। শ্রীলঙ্কার টিমবাসের সঙ্গে দেওয়া হয়েছে ২৫টি গাড়ি। শ্রীলঙ্কার ক্রিকেটাররা যখন স্টেডিয়ামে যাচ্ছেন, তখন সেই রাস্তায় অন্য কোনও যান চলাচল করতে দেওয়া হয়েছে। ট্যুইটারে শ্রীলঙ্কার ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে যাওয়ার ভিডিও পোস্ট করে নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছেন গম্ভীর। ‘কাশ্মীর নিয়ে বেশি ভাবতে গিয়ে করাচির কথা ভুলে গেলে’, পাকিস্তানকে কটাক্ষ গম্ভীরের
Web Desk, ABP Ananda | 01 Oct 2019 12:09 PM (IST)
পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে।
নয়াদিল্লি: করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একদিনের ম্যাচ উপলক্ষে কারফিউয়ের মতো পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন গৌতম গম্ভীর। ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের ট্যুইট, ‘কাশ্মীর নিয়ে বেশি ভাবতে গিয়ে করাচির কথা ভুলে গেলে।’