নয়াদিল্লি: ফের হলিউডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সই করলেন তাঁর দ্বিতীয় হলিউড (Hollywood) ছবি। জানা গেছে, এই নতুন ছবিটি ভিন্ন সংস্কৃতির দুই মানুষের প্রেমের গল্প (cross-cultural rom-com) নিয়ে তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোনের 'কা প্রোডাকশনস' (Ka Productions)। আন্তর্জাতিক সিনে দুনিয়ায় ২০১৭ সালে 'ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ' (xXx: The Return of Xander Cage) ছবি দিয়ে পা রাখেন দীপিকা। এসটিএক্স ফিল্মসের (STXFilms) সঙ্গে তাঁর এই দ্বিতীয় ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। দীপিকা জানান, 'কা প্রোডাকশনস তৈরি হয়েছিল বিশ্বব্যাপী আবেদন সহ উদ্দেশ্যমূলক বিষয় উৎপাদন করার লক্ষ্যে। এসটিএক্স ফিল্মস এবং টেম্পল হিল প্রোডাকশনসের (Temple Hill Productions) সঙ্গে মিলিত উদ্যোগে কাজ করতে আমি বেশ উৎসাহী।'


'দীপিকা ভারতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক তারকা হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। তিনি প্রতিভাবান, সেই সঙ্গে তাঁর ব্যক্তিত্বও অসাধারণ,' জানাচ্ছেন এসটিএক্স ফিল্মসের চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন। 


অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আন্তর্জাতিক পোর্টালের খবরের স্ক্রিনশট পোস্ট করেন। আপাতত যা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। 


 






অন্যদিকে বলিউডেও একাধিক কাজ রয়েছে দীপিকা পাড়ুকোনের হাতে। স্বামী রণবীর সিংহের সঙ্গে '৮৩' ছবিতে দেখা যাবে তাঁকে। সেই সঙ্গে শাহরুখ খানের বিপরীতে 'পাঠান' ছবিতেও দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত শাহরুখ খানের ছবি 'ওম শান্তি ওম' দিয়েই বলিউডে পা রাখেন তিনি।