বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী: প্রিয়ঙ্কাকে টপকে ১ নম্বরে দীপিকা
ABP Ananda, web desk | 27 Aug 2016 05:44 AM (IST)
মুম্বই: হলিউডে প্রিয়ঙ্কা চোপড়া যতই শোরগোল মচান, বলিউডে কিন্তু পরিস্থিতি ভিন্ন। ইন্ডিয়া টুডে/সি ভোটারের সার্ভে বলছে, প্রিয়ঙ্কাকে সরিয়ে বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীর সিংহাসনটা দখল করেছেন দীপিকা পাড়ুকোন। গত বছর ইমতিয়াজ আলির ‘তামাশা’-য় দীপিকার অভিনয় সর্বজনপ্রিয় হওয়ার পর এখন তিনিই বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। আন্তর্জাতিক তুলনাতেও অর্থ রোজগারের দিক থেকে তাঁর নাম ১০ নম্বরে। সঞ্জয় লীলা বনশালীর ঐতিহাসিক ছবি ‘পদ্মাবতী’-তে অভিনয়ের জন্য ১২ কোটি টাকার চুক্তি করেছেন বলিউডের ‘মস্তানি’। আবার তাঁর প্রথম হলিউডি ছবি ‘এক্সএক্সএক্স রিটার্ন অফ জেন্ডার কেজ’-ও জানুয়ারিতে মুক্তি পাচ্ছে। মহিলা অ্যাথলিটদের উৎসাহিত করে তাঁর বিজ্ঞাপনও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। রণবীর সিংহের সঙ্গে তাঁর প্রেমের গল্পও বলিউডপ্রেমীদের মধ্যে রীতিমত জনপ্রিয়। এক নম্বরে দীপিকা থাকলেও দু'নম্বর আসন এখনও প্রিয়ঙ্কার দখলে। তাঁর আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র দ্বিতীয়ার্ধের শুটিং চলছে রমরমিয়ে। হলিউডি ছবি ‘বেওয়াচ’-ও মুক্তি পাবে আগামী মে মাসে। ‘বাজিরাও মস্তানি’-তে ‘কাশীবাঈ’-র ভূমিকায় প্রিয়ঙ্কার অভিনয় ফিল্মবোদ্ধাদের প্রশংসা পেয়েছে। তিন নম্বরে আপামর ক্রিকেটপ্রেমীর ‘বৌদি’, অনুষ্কা শর্মা। এ বছরের সবথেকে বড় ব্লকবাস্টার সুলতান তাঁরই ছবি। দীপাবলিতে আসছে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর অ্যাফেয়ারের গল্প তো মুখে মুখে চর্চিত। ইমতিয়াজ আলির ছবি ‘দ্য রিং’-এ তিনি কাজ করছেন শাহরুখ খানের সঙ্গে। ওই তিন নম্বরেই অনুষ্কার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফও। রণবীর কপূরের সঙ্গে ব্রেক আপ হয়ে গেলেও ক্যাটরিনা প্রবলভাবেই রয়েছেন বলিউডে। সেপ্টেম্বরের শুরুতে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর ‘বার বার দেখো’। সেখানে ‘কালা চশমা’ গানে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। মা হতে চলেছেন। ‘কি অ্যান্ড কা’-এর পর বলিউডে আপাতত নেই। কিন্তু ‘চামেলি’-র অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে এখনও কথা হবে না। স্বামী সেফ আলি খানের জন্মদিনে সেফ ও বোন করিশমার সঙ্গে তাঁর ছবিতে পরিষ্কার, এখনও কী দুর্দান্ত গর্জাস করিনা কপূর। শিগগিরই কাজ শুরু করবেন রিয়া কপূরের ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে। পাঁচ নম্বরে বলিউডের ফ্যাশনিস্তা সোনম কপূর। ‘নীরজা’-য় সাহসী বিমানসেবিকার ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। তবে সবথেকে আলোচিত তাঁর অসাধারণ স্টাইল সেন্স। রেড কার্পেটই হোক বা সন্ধের পার্টি- সোনম আসা মানেই, সকলের নজর অবশ্যম্ভাবী পড়বে তাঁর দিকে। ‘ভিরে দি ওয়েডিং’-এ আছেন তিনিও।