সব্যসাচীর ডিজাইন করা পোশাকে দীপিকা ও ভিন ডিজেল
Web Desk, ABP Ananda | 13 Sep 2016 07:07 AM (IST)
মুম্বই: সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে আগেও দেখা গিয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এবার আর শুধু দীপিকা নন, সব্যসাচীর পোশাকে সেজে উঠেছেন হলিউড স্টার, দীপিকার সহ-অভিনেতা ভিন ডিজেল। কালো পোশাকে দীপিকা এবং রেড শেরওয়ানিতে ডিজেল। একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা। প্রসঙ্গত, “xXx: Return of Xander Cage” ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দীপিকা-ডিজেল। এই ছবির হাত ধরেই দীপিকার হলিউডে প্রবেশ।