মুম্বই:  সোশ্যাল মিডিয়া এখন ছয়লাপ দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিয়ের নানা মুহূর্তের ছবিতে। লেক কোমো থেকে দীপভীরের বিয়ের চোখ ধাঁধানো ছবি ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ছবি নয়, ভাইরাল হয়েছে ভিডিও।



একটি ভিডিওতে দেখা যাচ্ছে রণবীরকে নিজের ছবি পদ্মাবত থেকে খলিবলি গানের তালে নাচছেন। যদিও ভিডিওটি সেরকম স্বচ্ছ নয়, তবে এরমধ্যেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে।