গত বছরও এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয়রা সাফল্য পেয়েছিলেন। ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রাধিকা আপ্তে। এবার ভারতে পুরস্কার এল।
‘দিল্লি ক্রাইম’-এ একজন ডেপুটি পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেন শেফালি শাহ। এই সিরিজে দেখা যায়, তিনি দিল্লিতে ২০১২ সালে নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছেন এবং এই ঘটনায় দোষীদের খুঁজে বের করছেন। নির্ভয়াকাণ্ড সারা দেশের বিবেকক নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হয় এই সিরিজ।
এ বছর করোনা আবহে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হল ভার্চুয়ালি। প্রথমবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোনও দর্শক ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফাঁকা হল থেকে অনুষ্ঠান পরিচালনা করেন অভিনেতা রিচার্ড কাইন্ড।