নয়াদিল্লি: ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের জেরে বলিউড ডিভা নোরা ফতেহিকে (Nora Fatehi) জিজ্ঞাসাবাদ করল দিল্লি পুলিশ। যদিও এই প্রথমবার নয়, এর আগে প্রতারণা মামলায় অভিনেত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় ইডি-র তরফে (ED)। মূলত সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ-র নাম জড়ানোর পর নোরার নামও ওঠে। এদিন সেই সূত্রেই নোরা ফতেহিকে দিল্লি পুলিশ ইওডবলু (Delhi Police EOW) টানা ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে।


আর্থিক তছরুপের মামলায় এর আগেও একাধিকবার নোরা ফতেহিকে তলব করে ইডি


সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপের মামলায় এর আগে একাধিকবার নোরা ফতেহিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। আর সেই মামলাতে   ডাক পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর এবার  দিল্লি পুলিশের প্রশ্নের মুখে নোরা ফতেহি। অভিযোগ, কেবল জ্যাকলিনকে নয়, নোরাকেও দামী দামী উপহার দিয়েছিলেন সুকেশ।  টাকার উৎস কী ? উঠে আসছে অনেক প্রশ্ন। 


আরও পড়ুন,'ব্রহ্মাস্ত্র' প্রচারে গিয়ে তেলুগু ভাষায় 'কেসারিয়া' গাইলেন আলিয়া






  'প্রতারক' সুকেশ নোরাকে একটি বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন


দিল্লি পুলিশের তরফে খবর, সুকেশ চন্দ্রশেখর অনেক বলিউড অভিনেত্রীকেই দামী দামী উপহার দিয়েছে। আর সেটা নিয়েই এই মুহূর্তে দিল্লি পুলিশের তরফে তদন্ত চলছে। সেজন্য এদিন কি চলে টানা জিজ্ঞাসাবাদ, জড়ো হচ্ছে প্রশ্নের ঢেউ। তিনি অভিযুক্ত নাকি সাক্ষী , তা তদন্তের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, 'প্রতারক' সুকেশ নোরাকে একটি বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, নোরা বলেন, তিনি প্রথমে গাড়িটি নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে বলেছিলেন এটি তার প্রয়োজন নেই। উল্লেখ্য,  গত বছরের শুরুর দিকে জ্যাকলিনের ছবি ভূত পুলিশের অন্যতম সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তাঁর আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।