আত্মঘাতী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির কাছে সুশান্ত কেবল বলি তারকা নয়, ছাত্রও। অন্যদিকে গ্ল্যামার, খ্যাতির ঝলসানিতেও বিশ্ববিদ্যালয়কে ভুলে যাননি সুশান্ত। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বক্তব্যে বারে বারে ফিরে এসেছে ছাত্র জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা।
শেষ ছবি ছিঁছোড়ে- মুক্তি পাওয়ার সময় শেষবারের মতো নিজের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। এদিন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য যোগেশ সিং জানান, 'খুব অবাক লাগছে সুশান্ত আত্মহত্যা করেছে। অনেক প্রাক্তনীর সঙ্গেই যোগাযোগ ছিল সুশান্তের। এই ঘটনা আমাদের কাছে খুব বড় আঘাত। ২০০৩ সালে এখানে ভর্তি হয়েছিল সুশান্ত। ৩ বছর এখানে পড়াশোনা করেছে ও। সারা ভারতের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিল সুশান্ত। পড়াশোনাতেও বেশ ভালো ছিল ও।'
অন্য আরেক প্রফেসর জানান, শেষ ৫ বছরে ৩ থেকে ৪ বার ইউনিভার্সিটিতে এসেছিলেন সুশান্ত। লকডাউনের নিয়ম মেনেই স্মরণসভা করা হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।