কলকাতা: নোভেল করোনাভাইরাসের জেরে গোটা দেশের শিক্ষা জগতে তীব্র অনিশ্চয়তা বহাল রয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে পঠনপাঠন বন্ধ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে। লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। আনলক ওয়ান পর্বেও সেগুলি এখনও খোলেনি। ঠিক সময়ে বোর্ডের পরীক্ষাও করা সম্ভব হয়নি এতদিন। কোপ পড়েছে আইসিএসই পরীক্ষায়। যে বিষয়গুলির পরীক্ষা হতে পারেনি, সেদিন কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা বহাল রয়েছে। এই প্রেক্ষাপটে আইএসসির বাকি পরীক্ষাগুলি ‘ঐচ্ছিক’, জানাল কাউন্সিল।
আজ বোর্ডের তরফে জানানো হয়, 'আইসিএসইর বাকি পরীক্ষাগুলিতে কেউ বসতে পারে, আবার নাও বসতে পারে। পরীক্ষায় না বসলে প্রি বোর্ডে নম্বরকেই পরীক্ষার নম্বর হিসাবে গণ্য করা হবে।’ স্কুলগুলিকে এবিষয়ে পরীক্ষার্থীদের মতামত শুনতে বলল কাউন্সিল।
আগামী ২২ জুনের মধ্যে কাউন্সিলকে মতামত জানাবে স্কুলগুলি। জুলাইয়ের শুরুতে হতে পারে আইসিএসই-র বাকি পরীক্ষাগুলি।
আইএসসির বাকি পরীক্ষা ‘ঐচ্ছিক’? পরীক্ষার্থীদের মতামত চাইল কাউন্সিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2020 06:14 PM (IST)
লকডাউনের কোপ পড়েছে আইসিএসই পরীক্ষায়। যে বিষয়গুলির পরীক্ষা হতে পারেনি, সেদিন কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা বহাল রয়েছে। এই প্রেক্ষাপটে আইএসসির বাকি পরীক্ষাগুলি ‘ঐচ্ছিক’, জানাল কাউন্সিল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -