মুম্বই: করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ। তাঁরা দু’জনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পরিবারের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশের বিভিন্ন মহল থেকে অমিতাভ ও অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

শনিবার রাতে অমিতাভ নিজেই ট্যুইট করে করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানান। পরে অভিষেকও ট্যুইট করে জানান, তিনিও বাবার মতোই করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ‘অমিতাভ ও অভিষেক দু’জনেরই অ্যান্টিজেন টেস্ট হয়েছে। তাঁরা করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল।’

অমিতাভ করোনা আক্রান্ত হলেও, তাঁর শরীরে উপসর্গ সামান্যই। কিন্তু তা সত্ত্বেও তিনি কোনওরকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর হোম আইসোলেশনে না থেকে হাসপাতালে ভর্তি হওয়ার কারণ কী? এ বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই অভিনেতার ‘মেডিক্যাল কোমরবিডিটি’ রয়েছে। এর অর্থ হল, তিনি একাধিক রোগে ভুগছেন। এর আগে তাঁর হেপাটাইটিস বি ও যক্ষারোগ হয়েছে। তাঁর লিভারের ২৫ শতাংশ মাত্র কাজ করে। তাছাড়া বয়সও এই অভিনেতার পক্ষে নেই। তাঁর ৭৭ বছর বয়স। এই বয়সে ঝুঁকি নেওয়া যায় না। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।