মুম্বই: শেষ ছবি পদ্মাবত রীতিমত সাফল্য পেয়েছে। এবার দীপিকা পাড়ুকোন কাজ করতে চলেছেন সম্পূর্ণ অন্য ধরনের ছবিতে। শোনা যাচ্ছে, বড় পর্দায় তাঁকে দেখা যাবে দেশের প্রথম মহিলা সুপারহিরোর চরিত্রে।
ছবির চিত্রনাট্য লেখা এখনও চলছে। কিন্তু নিজের সম্মতি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দীপিকা। ছবিটি তৈরি হচ্ছে হলিউডের ওয়ান্ডার উওম্যান-এর ছায়ায়। দীপিকার পোশাকও নাকি হবে ওয়ান্ডার উওম্যান-এর মুখ্য অভিনেত্রী গল গ্যাডোটের ধাঁচে। দীপিকার ফিগার দুর্দান্ত, সে কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে তাঁর পোশাক, যাতে লড়াইয়ের দৃশ্যেও স্বচ্ছন্দ থাকতে পারেন তিনি।
ছবির জন্য ইতিমধ্যেই কড়া প্রশিক্ষণ শুরু করেছেন দীপিকা। মিক্সড মার্শাল আর্টস থেকে হাতাহাতি লড়াই- সবই শিখছেন তিনি। জানা গিয়েছে, প্রি প্রোডাকশনের পর আগামী বছর শুরু হবে শ্যুটিং।
এই মুহূর্তে কোনও ছবিতে কাজ করছেন না জীপিকা। ইরফান খানের সঙ্গে বিশাল ভরদ্বাজের ছবির শ্যুটিং চলছিল তাঁর। কিন্তু ইরফান অসুস্থ হয়ে পড়ায় কাজ বন্ধ রয়েছে।
জানেন? দীপিকা পাড়ুকোন হতে চলেছেন দেশের প্রথম মহিলা সুপারহিরো
ABP Ananda, Web Desk
Updated at:
26 May 2018 02:14 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -