নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে ১২ দিন পার। এখনও অব্যাহত 'জওয়ান' ('Jawan' Box Office Collection) ঝড়। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত, অ্যাটলি (Atlee) পরিচালিত এই দ্বিতীয় সপ্তাহেও বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। বিশ্বে ইতিমধ্যেই ৮০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে এই ছবি। কোথায় কত আয় করল 'জওয়ান'?


১২ দিন পরে কোথায় দাঁড়িয়ে 'জওয়ান' ছবির ব্যবসা?


৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবি। মাত্র ১২ দিনেই এই ছবির আয় ছুঁতে চলেছে ৫০০ কোটির গণ্ডি, তাও কেবল দেশের মাটিতে। যদিও গতকাল, ১৮ সেপ্টেম্বর, ছবির আয়ের পরিমাণ বেশ অনেকখানি নিম্নমুখী হয়েছে। তবুও সপ্তাহের শুরুর দিন হয়েও ২ অঙ্কের সংখ্যায় আয় করেছে শাহরুখের ছবি। 


মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়েছে 'জওয়ান'। বিশ্ববাজারে ৮০০ কোটি ইতিমধ্যেই পার করে ফেলেছে ছবির ব্যবসা। দেশের বাজারে হয়তো আর এক দিনের অপেক্ষা। তারপরেই ৫০০ কোটি পার করবে 'জওয়ান'। হিসেব অনুযায়ী, দেশের বক্স অফিসে ১৬ কোটি টাকা আয় করেছে এই ছবি। ১২ দিনে এই ছবি ৪৯৩.৬৩ কোটি টাকা আয় করেছে ভারতের বাজারে। ১৮ সেপ্টেম্বর এই ছবির সিট দখলের পরিমাণ ছিল ২৩.৯২ শতাংশ। 


আরও পড়ুন: New Movie Update: রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি পরিচালক সৌভিকের, রোহন-সংযুক্তাকে নিয়ে নতুন কাজ শুরু


প্রসঙ্গত, ওটিটি-তে আসবে 'জওয়ান', কিন্তু দীর্ঘতর সংস্করণ নিয়ে। সূত্রের খবর, প্রেক্ষাগৃহে যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এই সমস্ত বাদ দেওয়া দৃশ্য ফিরতে চলেছে 'জওয়ান' ছবির ওটিটি মুক্তির অংশ হিসেবে। ছবির পরিচালক অ্যাটলি, স্বয়ং এই কাজে ব্রতী। সম্পূর্ণ নতুন 'ডিরেক্টর্স কাট' তৈরি করতে ব্যস্ত তিনি। ছবির এহেন সংস্করণ কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই দেখতে পাওয়া যবে। দর্শকদের এই ছবির অভিজ্ঞতা আরও রোমহর্ষক ও দুর্দান্ত করার জন্যই এই উদ্যোগ নির্মাতাদের। 'জওয়ান' ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছলে তার দীর্ঘায়িত 'রান টাইম' গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ০৫ মিনিটে যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট। প্রসঙ্গত, ওটিটিতে কবে এই ছবি মুক্তি পাবে তার এখনও নিশ্চিত তারিখ জানা যায়নি। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ঝোড়ো ব্যাটিং করছে 'জওয়ান'। ফলে এখনই ওটিটিতে যে এই ছবি মুক্তি পাবে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ট্রেন্ড দেখে ওটিটি-তে মুক্তির তারিখ মাস দুয়েক পিছিয়ে দেওয়া হতে পারে।