কলকাতা: জোরকদমে শ্যুটিং চলছে, সফর চলছে দেবের ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi) হয়ে ওঠার। রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এল অজিত আর ব্যোমকেশের রসায়নের ছবি। সেই সঙ্গে ছবি মুক্তির দিন জানালেন খোদ পর্দার ব্যোমকেশই। সব ঠিক থাকলে, চলতি বছরেই ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত এই ছবির।

আগে থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল, অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyy)-কে। সেই খবরে শীলমোহর দিলেন দেব স্বয়ং। রবীন্দ্র জয়ন্তীতে, ছবির সেট থেকে 'স্নিক পিক' তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে অম্বরীশকেই। পোস্ট শেয়ার করে দেব লিখেছেন, 'রবীন্দ্র জয়ন্তীর পুণ্যতিথিতে আপনাদের জন্য, আপনাদের প্রিয় ব্যোমকেশ আর অজিতের একটা ঝলক। সবকিছু ঠিক থাকলে, পরিকল্পনা মাফিক চললে, আশা করি চলতি বছরের ১১ অগাস্ট আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হবে।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' গল্প অনুয়াযী তৈরি হচ্ছে বিরসার এই ছবি। ব্যোমকেশের চরিত্রে রয়েছেন দেব। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশকে। রুক্মিণীকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। নেতিবাচক ভূমিকায় দেখা যাবে সত্যমকে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ব্যোমকেশ। 

এর আগেই এই ছবি নিয়ে, সত্যবতীর চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে কথা বলেছিন এবিপি লাইভ (ABP Live)। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দেব ব্যোমকেশ, রুক্মিণী সত্যবতী, পর্দায় এবার নতুন রসায়ন দেখবেন দর্শক? রুক্মিণী উত্তর দিয়ছিলেন, 'আমি এখনও পর্যন্ত যতজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে সবচেয়ে সিরিয়াসভাবে কাজ করেছি দেবের সঙ্গে। অন্যান্যদের সঙ্গে হাসাহাসি, খুনসুটি চললেন, দেবের সঙ্গে কাজ করার সময় ক্যামেরা বন্ধ হলেও আমরা চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করি। আসলে আমার ভয় লাগে, দেব কখন বকবে! আমরা সেটে আসি ব্যক্তিগত সম্পর্ককে বাড়িতে রেখে। এই ছবির ক্ষেত্রে একদিনই ওয়ার্কশপ হয়েছিল, সেদিন আমি আর দেব চরিত্র নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম একটু। এই গল্পে ব্যোমকেশ আর সত্যবতী দীর্ঘদিন একসঙ্গে কাটিয়ে ফেলেছে। আর তাই ওদের মধ্যে সেই বিশ্বাস আর নির্ভরশীলতার বন্ধনটা ফুটিয়ে তোলা খুব জরুরি। তবে ক্যামেরার পিছনে আমাদের রসায়ন, ক্যামেরার সামনে আমাদের অভিনয়ের ক্ষেত্রে সাহায্য করেনি কখনও। ক্যামেরার সামনে দেব আর আমি সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তিত্ব হয়েই কাজ করি। ব্যক্তিগত জীবন থেকে ধার নিয়ে অভিনয় করি না আমরা। আসলে শিল্পী দেবের প্রতি আমার যে শ্রদ্ধাটা রয়েছে, সেটা থেকেই হয়তো এই অনুভূতিটা আসে আমার।'

আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ