কলকাতা: পায়ে পায়ে সিনে জগতে ১৭ বছর পার করে ফেলেছেন তিনি। এখন তিনি শুধু নায়ক নন, প্রযোজকও। একের পর এক ছবির সাফল্য মসৃণ করেছে তাঁর চলার পথ। বিভিন্ন নতুন চরিত্রের চ্যালেঞ্জ নিয়েছেন তিনি, মন জয়ও করেছেন। তবে ১৭ বছর পরিয়ে ফের এক কিংবদন্তির চরিত্রে দেব (Dev)। ব্যোমকেশ (Byomkesh)।                                                                                                       


আজ সিনেমার জগতে ১৭ বছর পূরণ করলেন দেব। সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করে দেব জানান, এবার ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে তাঁকে। দেব সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে লিখেছেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'                                                           


তাঁর এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। নজর কাড়ছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র কমেন্টও। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'শুভেচ্ছা। তোমার জন্য সবসময় সেরাটা থাকুক।' দেবের ব্যোমকেশ হওয়ার খবরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা, তাহলে কি সত্যবতীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি।                             


আরও পড়ুন: Satyam Bhattacharyya: বল্লভপুরের 'ভূপতি' ফিরছেন থিয়েটারের মঞ্চে, আসছে সত্যমের নতুন নাটক 'তবে তাই'


অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে 'বাঘাযতীন'(Baghajatin) হিসেবে দেবের লুক। দেব নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছিলেন, 'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।'                                                                                                                                                                               


এই ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন পরিচালক ও দেবের প্রযোজনা সংস্থা। দেবের নতুন ছবির মহরত সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিংও। আর এই ছবির হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখবেন নবাগত সৃজা দত্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তিনি।