কলকাতা: টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee).. বলিউডে একের পর ছক্কা হাঁকাচ্ছেন বাঙালি অভিনেতারা। বলিউডে কাজ করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-ও। অনুরাগীদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করে, বলিউডে কবে অভিনয় করবেন দেব (Dev)? তিনি বাংলায় একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে চলেছেন, রোজ ভাঙছেন নিজেকে। তাহলে কেন এখনও বলিউডে ব্রাত্য দেব? সেই প্রশ্নের উত্তর দিলেন দেব নিজেই। 


নিজের বলিউডে যাওয়ার পরিকল্পনা নিয়ে এবিপি লাইভকে (ABP Live) দেব বলছেন, 'বলিউযে কাজ করার যে ইচ্ছে প্রকাশ করব, তার জন্য আমায় অনেকটা সময় মুম্বইতে থাকতে হবে, মিটিং করতে হবে, নতুনভাবে শুরু করতে হবে। আমি সেই সময়টাই পাচ্ছি না। যেটুকু সময় পাচ্ছি, তখন মনে হচ্ছে, বাংলার জন্য, নিজের আগামী ছবিটা আরও ভাল করার জন্য ভাবনাচিন্তা করি। যেমন 'বাঘাযতীন'-এর শ্যুটিং করার সময় আমাদের স্পেশাল এফেক্টসে বাঘের প্রয়োজন ছিল। আমি ইচ্ছা ছিল, এমন একজন মানুষ এই গ্রাফিক্সের কাজটা করুক, যিনি বিশ্বসেরা। আমরা খোঁজ পেলাম সেই সংস্থার, যাঁরা 'আর আর আর' ছবির স্পেশাল এফেক্টসের কাজ করেছেন। পুরো টিম নিয়ে আমি চেন্নাই গেলাম। মিটিং করলাম। ওঁরা বিশাল একটা বাজেট দিলেন। সব মিলিয়ে একটা ৩ মাসের কাজ ছিল। ওরা যেদিন কাজ করবে সেটা পাকাপাকি হল, আমি 'বাঘাযতীন' ছবিটা ঘোষণা করলাম। আমি যদি মুম্বই গিয়ে স্ট্রাগল করি, তাহলে আমার বাংলার ছবির কাজগুলো নষ্ট হয়ে যাবে। আমার মনে হয়, বাংলা ছবি যেন গ্লোবাল লাগে, অন্যরকম দেখতে লাগে।'


দেব বলে চললেন, 'অন্যদিকে, আমার কাছে বাংলার থেকে ভাল কাজের অফারও আসেনি। বাংলায় আমি যে কাজটা করছি, তার থেকে ভাল মানের ছবি পেলে, সম্মান পেলে তবেই তো মুম্বই যাব। শুধু বলিউডে কাজ করব বলে মুম্বই যাব, সেটা আমি করব না। যতই ট্রোল করুক না কেন, বাংলা আমায় অনেক ভালবাসা দিয়েছে। বাংলায় আমায় ভালবাসার মানুষের সংখ্যাটা এত বেশি, যে তাঁদের সম্মান, ভালবাসা ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারব না।'


আরও পড়ুন: Dev Exclusive Interview: বাংলায় ভাল কাজ আর সম্মান পেলে বলিউডে যাব কেন‍: দেব | ABP Live Exclusive