প্রকাশ সিনহা, কলকাতা: ২ দিন আগের কথা। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইডির তলবের প্রশ্নে একবার হোঁচট খেয়ে রেশন দুর্নীতিতে ধৃত জ্য়োতিপ্রিয় মল্লিক বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কে? আমাদের লিডার?' দেননি প্রশ্নের আসল উত্তরও। বরং নিজেকেই বারবার নির্দোষ বলে দাবি করছিলেন তিনি। আর বুধের পর শুক্রে, সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। (Jyotipriyo Mallick)
তিনি এদিন বলেন, ' শরীর খারাপ হয়ে গিয়েছে আমার। বাঁ হাত, বাঁ পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে।' রেশন দুর্নীতির কথা জানতেন? ওই দফতরের মন্ত্রী ছিলেন। তদন্ত করিয়েছিলেন? বাকিবুর রহমানকে চিনতেন? এ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও এদিন মুখে কুলুপ আঁটেন মন্ত্রী।
বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, আপাতত কমান্ড হাসপাতালেই হবে রেশন দুর্নীতি মামলায় ধৃত ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা। এ নিয়ে বৃহস্পতিবার এজলাসের ভিতরে তর্কে জড়িয়ে পড়েন ইডি ও কমান্ড হাসপাতালের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।
আরও পড়ুন :