World Gold Council: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সহ বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ২০২৩ সালে অর্থাৎ গত বছরে ১০৩৭ টন সোনা কিনেছে। এর আগে ২০২২ সালে সবথেকে বেশি সোনা (Gold Price Hike) কিনেছিল কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি, তবে ২০২২ সালে ১০৮২ টন সোনা কেনার পর ফের ২০২৩ সালে এসে রেকর্ড সোনা কিনেছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি (Gold Reserve)। বিশ্বব্যাপী অস্থিরতা, অনিশ্চয়তা এবং অর্থনৈতিক টানাপোড়েনের কারণে সোনার চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। তবে কি আগামীদিনে ফের দাম বাড়বে সোনার ?


ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল তাঁর এক প্রতিবেদনে জানিয়েছে, এই রেকর্ড হারে সোনা (Gold Price Hike) কেনার দরুণ এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির কাছে সোনা একটা অন্যতম নিশ্চিত সম্পদ এবং আগামী ১২ মাসে আরও সোনা কিনতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর এই পরিকল্পনার জন্য আগামী দিনে সোনার দাম রেকর্ড হারে বাড়তে চলেছে।


আরও সোনা কিনবে কেন্দ্রীয় ব্যাঙ্ক


ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সম্প্রতি ২০২৪ সেন্ট্রাল গোল্ড রিজার্ভ সার্ভে (Gold Reserve) প্রতিবেদন প্রকাশ করেছে, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি এবং ৩০ এপ্রিলের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। এই সমীক্ষায় উঠে এসেছে মোট ৭০টি কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য। এর মধ্যে ২৯ শতাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী ১২ মাসে আরও সোনা কিনতে চলেছে এবং সোনার মজুত বাড়াতে চলেছে। ২০১৮ সালে এই সমীক্ষা শুরু হয়েছিল, তখন থেকে হিসেব করলে এই পরিসংখ্যান এখনও পর্যন্ত সর্বকালীন উচ্চতায় দাঁড়িয়ে আছে। আর এবার বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাঙ্কই তাদের সোনা মজুত বাড়াতে চলেছে। আর্থিক বাজারের অবস্থা, বিশ্বব্যাপী অস্থিরতা, উচ্চ মুদ্রাস্ফীতির হার সব মিলিয়ে সোনা মজুত বাড়াতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি।


৮১ শতাংশ সোনা মজুত বাড়াবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি


এই সমীক্ষা অনুযায়ী ৬৯টি কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে ৮১ শতাংশ ন্যাঙ্কই জানিয়েছে যে তারা তাদের সোনা মজুত বাড়াবে এবং বাকি ১৯ শতাংশ ব্যাঙ্ক জানিয়েছে সোনা অতিরিক্ত মজুত করবে না। ২০২৩ সালের গোল্ড রিজার্ভ বাড়ানোর কথা জানিয়েছে ৭১ শতাংশ ব্যাঙ্ক। অন্যদিকে ৬৯ শতাংশ ব্যাঙ্ক জানিয়েছে যে ফরেন এক্সচেঞ্জে সোনার শেয়ার বাড়বে আগামী ৫ বছরে। আর সোনা কেনার নিরিখে বিশ্বের শীর্ষ ৫ ব্যাঙ্কের মধ্যে অন্যতম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।


আরও পড়ুন: Mutual Fund: ১০ হাজারের SIP-তেই টাকা দ্বিগুণ ! মাত্র ৫ বছরেই দুরন্ত রিটার্ন এসেছে এই ৫ ফান্ডে