কলকাতা: উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে শ্যুটিং, চিত্রানাট্যের মধ্যেই প্রচুর খাওয়া দাওয়ার দৃশ্য। সেই টানেই কি ডায়েট ভুলে ফুচকায় মজলেন ফিটনেস ফ্রিক নায়ক নায়িকা? সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'কাছের মানুষ'-এর শ্যুটিংয়ের পিছনের গল্পে দেব (Dev) ও ইশা সাহা (Ishaa Saha) ।
সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শ্যুটিংয়ের গল্প শুনিয়েছিলেন দেব-ইশা । সেখানেই তাঁরা বলেছিলেন, ডালবড়া থেকে শুরু করে ঝালমুড়ি, ফুচকা, প্রায় রোজই তাঁদের খাবার তালিকায় থাকত এসব । আজ দেব যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, শেখানে দেখা যাচ্ছে রাস্তায় ফুচকায় গাড়ি দাঁড় করিয়ে, শ্যুটিং ভুলে ফুচকায় মজেছে টিম 'কাছের মানুষ'। দেবের খাওয়া শেষ, তখনও তৃপ্তি করে হাত মুছছেন ইশা । ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে মথুরা পালিত। ভিডিওটি করেছেন দেব নিজেই। অভিনেতার দাবি, তিনি নাকি জীবনে কখনও এত ফুচকা খাননি । পাশ থেকে খুনসুটি করে ইশার মন্তব্য, 'জীবন তাহলে আজকে থেকে শুরু হল ।' ফুচকা বিক্রেতার প্রশংসাও করেন দেব । শেষে বলেন, তিনি ফুচকা খেতে ভালোবাসেন না বটে, কিন্তু সেদিন অনেকগুলোই ফুচকা খেয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে দেব বলেছিলেন, 'উত্তর কলকাতায় শ্যুটিং, রাস্তায় যা যা খাবার পেয়েছি সব খেয়েছি। শ্যুটিংয়ে নিয়মিতভাবে ঝালমুড়ি খাওয়া হত।' ইশা যোগ করলেন, 'মনে আছে.. কলেজস্ট্রিটে আমরা ডালবড়া খেয়েছিলাম... সেই ফুটেজও রয়েছে বোধহয়...'
আরও পড়ুন: Asha Bhosle Birthday: ৯ বছর বয়সে পিতৃবিয়োগ, সংসার চালানোর তাগিদের গানকে বেছে নিয়েছিলেন আশা ভোঁসলে
'কাছের মানুষ'-এর সিংহভাগ অংশের শ্যুটিং কলকাতায় । এবিপি লাইভের সঙ্গে সেই গল্প ভাগ করে নিয়েছেন ইশা । কলকাতায় রাস্তায় হাঁটছেন দেব ইশা, ক্যামেরা চলছে । হঠাৎ পিছন থেকে চিৎকার ! সেই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে এবিপি লাইভকে ইশা বলেছিলেন, 'দেবের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি । ফলে ওর সঙ্গে একটা বোঝাপড়া রয়েছে । তবে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) (Prosenjit Chatterjee)-এর সঙ্গে এটা আমার প্রথম কাজ । আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম । কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, বুম্বাদা ভীষণ মাটির কাছের মানুষ । তবে হ্যাঁ, আমি বুম্বাদা আর দেবের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ওদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা । কলকাতার রাস্তায় শ্যুটিং করছি । আমি আর দেব যাচ্ছি.. আর স্কুল ছুটি হয়েছে । পিছন থেকে এক বাস মেয়ে চিৎকার করে উঠল বাস থেকে.. 'দেবদা'....। রাস্তায় বারে বারে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে যাচ্ছে । আমি কিন্তু এই বিষয়টা বেশ উপভোগ করেছি ।'