কলকাতা: মুক্তি পেল দেব (Dev) রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত ছবি ব্য়োমকেশ ও দুর্গরহস্য়। তার আগে আজ মা কালীর কাছে পুজো দিলেন অভিনেতা। নীল পাঞ্জাবিতে পরে ভক্তিভরে পুজো দিতে দেখা গেল অভিনেতাকে। সোশ্য়াল মিডিয়ায় অভিনেতা নিজেই শেয়ার করলেন পুজো দেওয়ার ছবি।
ছবি মুক্তির আগে শ্য়ুটিং-এর বিভিন্ন অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন দেব। মধ্যপ্রদেশের গড় কুণ্ডার দূর্গকে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল টিম ব্যোমকেশের। কিন্তু সেই দুর্গে শ্যুটিং করা ততটা সহজ ছিল না। দেব বলেছিল, '২০০ থেকে ২৫০টা সিঁড়ি ভেঙে রোজ দুর্গে উঠতে হত। ব্যাপারটা অভিনেতা অভিনেত্রীদের কাছে যতটা কঠিন ছিল, তার চেয়ে আরও কঠিন ছিল শ্যুটিংয়ের অন্যান্য কর্মীদের জন্য। ভারি ভারি জিনিস নিয়ে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সহজ ছিল না ক্রু-দের জন্য। এই গোটা আউটডোর শ্যুটিংটা ছিল ভীষণ কষ্টসাধ্য। তবে পরিচালক ও চিত্রগ্রাহকের ভীষণ ভাল বোঝাপড়া। আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি কাজ করতে।'
আরও পড়ুন...
পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের
তিনি আরও বলেন, 'শ্যুটিং যতই কষ্টসাধ্য হোক না কেন, ফোর্টটা অসাধারণ সুন্দর। অনেকদিন পরে বাংলা ছবিতে মানুষ এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন।' দেব শেয়ার করে নিয়েছেন টুকরো টুকরো শ্যুটিংয়ের ছবিও। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনের বিভিন্ন দৃশ্য। অবশ্যই নজর কেড়েছে ফোর্টের সৌন্দর্য্য।
প্রসঙ্গত, ছবি ট্রেলার রিলিজের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। ট্রোলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, 'আমার পোস্টার দেখে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাঁরা খুব অল্পসংখ্যক হলেও তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের সমালোচনার জন্যই আজ আমি এই জায়গায়টাতে দাঁড়িয়ে রয়েছি। আমি ভীষণ পরিশ্রমী ছেলে। সমালোচনা হলে আমি চেষ্টা করি আমার যা যা ভুল আছে, খুঁত আছে সেগুলোকে শুধরে নেওয়ার।'
ছবির টিজার মুক্তির দিনেও ফেসবুক লাইভে এসে দেব বলেছিলেন, 'এই ব্যোমকেশ বাকি ছবিগুলির মতো যেন না হয় সেটা চেয়েছিলাম। এমনভাবে ছবিটা হোক চেয়েছিলাম যা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পৌঁছনো যাবে। সেটা করার জন্য বিরসাকে ধন্যবাদ। পুরো টিমকে ধন্যবাদ এত সুন্দর করে ওই সময়কালটাকে তৈরি করা জন্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন