কলকাতা: ১০০ দিন পার করল দেব (Dev), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), মমতা শঙ্কর (Mamata Shankar) অভিনীত ছবি প্রজাপতি (Projapoti)। আর সেই উপলক্ষ্যে সিনেমাহলে হঠাৎ হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন দেব স্বয়ং। শুধু কী তাই? সিনেমাহলে দর্শকদের সামনেই কেক কাটলেন দেব। উদযাপনে মিশে রইল ধন্যবাদজ্ঞাপন।


এই ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন (Abhijit Sen)। ছিলেন ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীও। কেবল বাংলা নয়, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো জায়গাতেও ভাল ব্যবসা করেছে 'প্রজাপতি', এমনটাই দাবি পরিচালক ও প্রযোজকের। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)-ও। 


২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা। অভিযোগ ওঠে ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকায় তা নন্দনে আনা হয়নি। তবে সেই বিতর্ক পাশে সরিয়েই দর্শকের মন জয় করেছে দেব ও মিঠুনের 'প্রজাপতি'।


এই ছবি এক বাবা ছেলের সমীকরণের গল্প বলেছে। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন 'বাবা' মিঠুন। কিন্তু পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। মন না প্রয়োজন, কাকে বেছে নেবে দেব,  সেই উত্তর খুঁজতেই এক নিঃশ্বাসে দেখে ফেলা যায় অভিজিৎ সেন (Avijit Sen)-এর 'প্রজাপতি'। এই ছবিটির সঙ্গেই মুক্তি পেয়েছেল 'হামি ২' (Haami 2) ও হত্যাপুরী (Hatyapuri)। এই ছবিগুলির মধ্যে একমাত্র 'প্রজাপতি'-ই ১০১ দিন পার করল। 




এদিন প্রেক্ষাগৃহে দেবকে দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। হাসিমুখে সবাইকে সম্ভাষণ জানান তিনি। এমনকি তিনি কেক কেটে উদযাপনও করেন দর্শকদের নিয়েই। সোশ্যাল মিডিয়াতে দর্শকদের উচ্ছ্বাসের একটি ছোট্ট ঝলকও শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে তিনি লিখেছেন, 'সবাইকে অনেক ধন্যবাদ। প্রেক্ষাগৃহে প্রজাপতির ১০১ দিন। আর ১০১ দিনেও প্রজাপতি হাউজফুল। আমি আপ্লুত।' এর আগে ১০০তম দিনে উদযাপনেও মেতেছিলেন সমস্ত কলাকুশলীরা। 


 


আরও পড়ুন: Rishi Singh: ইন্ডিয়ান আইডল বিজেতা ঋষিকে বার্তা পাঠিয়েছিলেন খোদ বিরাট কোহলি!