কলকাতা: পাশাপাশি দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Shubhasree Ganguly) । সৌজন্যে 'ধূমকেতু' (Dhumketu) । ১০ বছর পুরনো একটা সিনেমা মুক্তির পরেই ম্যাজিক দেখাচ্ছে । প্রচুর মানুষ হল ভরাচ্ছেন সিনেমা দেখার জন্য । একটা সময়ে কেবল পর্দায় নয়, তাঁদের ব্যক্তিগত জীবনেও সম্পর্ক ছিল । একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন দেব আর শুভশ্রী । তবে সময় বদলে গিয়েছে । 'ধূমকেতু'-র পরে আর একসঙ্গে কাজ করেননি দেব শুভশ্রী । তাঁদের শেষ অভিনীত সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল ১০ বছর । অবশেষে মুক্তি পেয়েছে সেই 'ধূমকেতু' । ১০ বছর পুরনো সেই জুটিকে দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা । 

আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? দীর্ঘ ১২ বছর ধরে দেবের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি । বিয়ে করেননি বটে, কিন্তু তাঁদের প্রেমের কথা কারোও অজানা নেই । অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বিয়ে করেছেন । রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সুখের সংসার, রয়েছে দুই সন্তান ও । তবে দুই প্রাক্তনকে এক মঞ্চে আসতে দেখে কী বলছেন রুক্মিণী মৈত্র? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, এ নিয়ে মুখ খুললেন দেব স্বয়ং । দেব আর শুভশ্রী যেদিন শো করে বাড়ি ফিরলেন, সেদিন কী বলেছিলেন রুক্মিণী? 

দেব বলছেন, 'রুক্মিণী প্রথম দিন থেকে এই ছবিটা নিয়ে ভীষণ গর্বিত । ও আজও ভীষণ গর্বিত । আমরা যবে থেকে এই সিনেমাটার মহরত করেছি, তবে থেকে ও এই ছবিটার সঙ্গে রয়েছে । শ্যুটিংয়ের সময়ও ও গিয়েছিল । ও সব দেখেছে । যখন ও জানাল যে আমি ধূমকেতু মুক্তির চেষ্টা করছি, মুম্বই যাচ্ছি, ও বলেছিল.. 'হ্যাঁ এবার ছবিটা মুক্তির ব্যবস্থা করো । তুমি আর ঝামেলা কোরো না' । ও আমার পুরো লড়াইটা দেখেছে । কেন আমি ছবিটায় হ্যাঁ বলেছি, কেন প্রযোজনা সংস্থাটা দাঁড় করানোর চেষ্টা করছি.. একটা সময়ে পাগলের মতো চেষ্টা করেছি সিনেমাটাকে রিলিজ করার জন্য । আমার ভাল লাগা, আমার কষ্ট সব ও দেখেছে । যদি কেউ এই সিনেমাটা নিয়ে আমার আবেগটা বোঝে, কেউ যদি বোঝে ধূমকেতু আমার জন্য কী.. সেটা একমাত্র রুক্মিণী বলতে পারবে । ও একমাত্র জানে এই সিনেমাটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ।'