কলকাতা: পর্দা থেকে শুরু করে রাজনীতির ময়দান.. তিনি চরিত্র। খবরের শিরোনামে থাকেন.. তাঁকে ঘিরে অনুরাগীদের উৎসাহ ও তো কম নয়। তবে সদ্য... তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের সাংসদ তিনি। তবে আগামী নির্বাচনে কি ঘাটাল থেকে ভোটে লড়বেন না দেব? নির্বাচনের আগে, দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্যই কি ৩টি সরকারি পদ থেকে আচমকা ইস্তফা দিলেন তিনি? এই সমস্ত বিষয়ে অবশ্য মুখ খোলেননি দেব। বারে বারেই বলেছেন, 'যা জানানোর, সরকারকে জানিয়েছি'। আর আজ, লোকসভায় নিজের বক্তব্য রাখার পরে, সোশ্যাল মিডিয়ায় দেব যা পোস্ট করলেন.. তাতে যেন ফের একবার উস্কে দিল তাঁর রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়ার জল্পনা। 

Continues below advertisement

আজ সংসদে ভাষণ দেওয়ার সময় দেব বলেন, 'দল-মতকে সরিয়ে রেখে পরবর্তী সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট দূর হয় যেন। আমাকে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে, আমি সাংসদ থাকি বা না থাকি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারাজীবন থাকবে।'

এরপরে সোশ্যাল মিডিয়ায়, নিজের সংসদে রাখা ভাষণের অংশ পোস্ট করে তিনি বলেন, 'পার্লামেন্টে আমার শেষদিন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ ঘাটালের মানুষ'। তাঁর এই পোস্ট যেন আরও বেশি করে উস্কে দিয়েছে তাঁর রাজনৈতিক পদ ছাড়ার জল্পনা। অন্যদিকে, ইতিমধ্যেই ৩টি সরকারি পদে ইস্তফা দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের কারণেই এই ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বুধবার, প্রকাশ্যে এসেছে একটি বিতর্কিত অডিও ক্লিপিংও। সেখানে দেবের নাম রয়েছে। 

Continues below advertisement

আজ, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এবিপি আনন্দকে দেব বলেছেন, ''কেউ যদি প্রমাণ করতে পারে, আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে, তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন?' সেইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না, কোনও দলে যোগ দিতে পারব', জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। 

আরও পড়ুন: Dev on Financial corruption: 'টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', অডিও ক্লিপ বিতর্কে বিস্ফোরক দেব