কলকাতা: 'আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি এখন এক্কেবারে সুস্থ আছি। আপনাদের একটা খুব ভাল ছবি উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের কঠিন পরিশ্রম আপনাদের মন জয় করবে।' কথাগুলির সঙ্গে তিনি শেয়ার করে নিয়েছেন এক টুকরো শ্যুটিংয়ের ছবি। 


ছোট্ট এই নোটের লেখক অভিনেতা দেব (Dev)। যে ছবি তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, তাঁর এক হাতে বন্দুক আর অপর হাতে তিনি আঁকড়ে ধরে রেখেছেন এক শিশুকে। তার মুখ দেখা যায় না। ধুতিতে রক্তের ছিটে। তাকে কোলে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়েই ছুটে চলেছেন দেব। 


অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালনায় বাঘাযতীন ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন দেব। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছিলেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন অভিনেতা। তবে চোখের আঘাত বেশ গুরুতরই। জঙ্গলে শ্যুটিং করতে গিয়ে গাছের কাঁটা ঢুকে যায় দেবের চোখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বের করা হয় সেই কাঁটা। তবে আপাতত স্থগিত শ্যুটিং। কলকাতায় ফিরে এসেছেন তিনি। য ছবি তিনি শেয়ার করেছেন, সেই দৃশ্যটি করতে গিয়েই আঘাত পান দেব।                                                                                                                                                                           


আরও পড়ুন: Nandita Shiboprosad: নন্দিতা শিবপ্রসাদের নতুন ছবির নাম 'রক্তবীজ', থাকছেন কাঞ্চন, অম্বরীশ, সত্যমরা


২৬ জানুয়ারি প্রথম প্রকাশ পেয়েছিল 'বাঘাযতীন'-এর লুক।  দেব নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছিলেন, 'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।' এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করেছেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। শ্যুটিং চলছে ওড়িশায়।