কলকাতা: ডেনিম জ্যাকেটে কার্টুনের ধাঁচে একে অপরের ছবি আঁকা। শহরের পাঁচতারা মলে যখন নতুন ছবির অ্যালবাম মুক্তির প্রচারে এলেন এই জুটি, তখন অবশ্যই নজর কাড়ল তাঁদের পোশাক। ছবির মধ্যে বেশ কিছুটা অংশ রয়েছে এমনই কার্টুন-এ। সেই সূত্র ধরেই, দেবের ডেনিম জ্যাকেটে আঁকা রইল 'কিশমিশ'-এর নায়িকা রুক্মিণী মৈত্রের ছবি। আর রুক্মিণীর ডেনিমে জ্যাকেটে রইল দেব -এর 'টিনটিন' লুক।
আজ শহরের একটি মলে উপস্থিত ছিল টিম 'কিশমিশ' (Kishmish)। সেখানেই আয়োজন হয়েছিল ছবির মিউজিক লঞ্চের। মুক্তি পেল ছবির নতুন গান 'জানি না ভালোলাগা না ভালোবাসা'। দেব-রুক্মিণীকে ঘিরে উপচে পড়া ভিড় ছিল শপিং মলে। তবে দেব থাকবে আর খুনসুটি থাকবে না তাও কী হয়! সবার সামনে রুক্মিণীকে নিয়ে মজা করার ফন্দি এঁটেছিলেন দেব। সেকথা ঘুণাক্ষরেও জানতেন না ছবির নায়িকা।
রুক্মিণীর মজার ভিডিও ফাঁস
শট দিতে দিতে নাকি বারে বারে ভুল করেই রুক্মিণী। আর তারপরেই বলে ওঠেন, 'আরেকবার যাই'। অর্থাৎ, শটটা আরও একবার দিতে চান তিনি। গোটা শ্যুটিংয়ের সমস্ত 'আরেকবার যাই'-কে একত্রিত করে একটি মজার ভিডিও বানিয়েছিলেন দেব আর পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তাতে একের পর এক শটের শেষে রুক্মিণীকে বলতে শোনা যায়, 'আরেকবার যাই'। কেবল শ্যুটিংয়ে নয়, ফটোশ্যুটের সময়ও নাকি এই অভ্যাস রয়েছে রুক্মিণীর। দুটো ভিডিও দেখার পর মঞ্চ ছেড়ে চলে যেতে চান রুক্মিণী। তাকে আটকে ভিডিও থামান দেব।
আরও পড়ুন: শ্যুটিং শুরু রণবীর-রশ্মিকার 'অ্যানিম্যাল'-এর, বিমলার বেশে সায়নী, বিনোদনের সারাদিন
পর্দায় বিপরীতে দেব থাকলে কতটা সাবলীল রুক্মিণী? 'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী বললেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা! ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'