কলকাতা: বলিউডে এবার নতুন জুটি। রণবীর কপূর (Ranbir Kapoor) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) জুটি বাঁধতে চলেছেন 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে। হিমাচল প্রদেশে, বরফে ঢাকা মানালির (Manali) পার্বত্য এলাকায় শুরু হল ছবির শ্যুটিং। কবীর সুমনের গলায় মাখানে আবেগ। আর কানে যখন বাজথে সেই ভরাট গলা, তখন পর্দায় ভেসে উঠছে স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) সেই রসায়ন। মুক্তি পেল 'বেলাশুরু'-র টাইটেল ট্র্যাক। গোটা গান জুড়েই দেখা গেল সম্পর্কের অম্লমধুর গল্প। আর পর্দায় উজ্জ্বল হয়ে রইল সেই কিংবদন্তি জুটি। শেষবারের জন্য। গোটা দিনে আজ রুপোলি পর্দার কোন কোন খবর কাড়ল নজর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কবীর সুমনের গলায় খেলা শেষ না কি 'বেলাশুরু'
কবীর সুমনের গলায় মাখানে আবেগ। আর কানে যখন বাজথে সেই ভরাট গলা, তখন পর্দায় ভেসে উঠছে স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) সেই রসায়ন। মুক্তি পেল 'বেলাশুরু'-র টাইটেল ট্র্যাক। গোটা গান জুড়েই দেখা গেল সম্পর্কের অম্লমধুর গল্প। আর পর্দায় উজ্জ্বল হয়ে রইল সেই কিংবদন্তি জুটি। শেষবারের জন্য। আজ মুক্তি পাওয়া সম্পূর্ণ গান ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। 'বেলাশুরু' -র বাকি গানেদের দৌড়ে নাম লেখাল 'বেলাশুরু'-র টাইটেল ট্র্যাকও। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানের ভিউয়ার্স সংখ্যা বাড়তে ইতিমধ্যেই।
বিমলার বেশে সায়নী
ছবির নায়কের লুক নিয়ে শোরগোল পড়েছিল আগেই। আর এবার ছবি মুক্তির আগেই প্রকাশ্যে এল নায়িকার লুক। অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত'-তে জিতু কমলের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। অপরাজিত-র স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে, চরিত্রের নাম বিমলা। আজ সোশ্যাল মিডিয়ায় সাদায় কালোয় নিজেই নিজের লুক শেয়ার করে নিয়েছেন সায়নী। সোশ্যাল মিডিয়ায় নিজের মোট ৪টি ছবি শেয়ার করে নিয়েছেন সায়নী। প্রত্যেক ছবিতেই সায়নীর পরনে তাঁতের বা সিল্কের চওড়া পাড়ের শাড়ি, আলগা করে বাঁধা হাতখোঁপা আর নিতান্ত হালকা গয়না। কোনও ছবিতে আবার তাঁর গায়ে বা হাতে দেখা গেল শাড়ির ওপরে পরার শীতের পোশাক লম্বা কোট। ছবি শেয়ার করে সায়নী লিখেছেন, 'লুক প্রকাশ্যে। বিমলা হচ্ছে। সবপরিবারে অপরাজিত দেখুন। মুক্তি পাচ্ছে ১৩ মে।' রাজনীতিতে যোগদানের পরে এই ছবির হাত ধরেই ফের রুপোলি পর্দায় ফিরছেন সায়নী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর।
রণবীর-রশ্মিকার 'অ্যানিম্যাল' ছবির শ্যুটিং শুরু মানালিতে
বলিউডে এবার নতুন জুটি। রণবীর কপূর (Ranbir Kapoor) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) জুটি বাঁধতে চলেছেন 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে। হিমাচল প্রদেশে, বরফে ঢাকা মানালির (Manali) পার্বত্য এলাকায় শুরু হল ছবির শ্যুটিং। শুক্রবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ছবির শ্যুটিং শুরুর কথা। একটি ছবি পোস্ট করেন। ক্ল্যাপস্টিকে 'অ্যানিম্যাল' লেখা, টিমের এক সদস্য সেটি ধরে আছেন। তরণ আদর্শ ক্যাপশনে লেখেন, 'রণবীর কপূর - সন্দীপ রেড্ডি ভাঙ্গা: 'অ্যানিম্যাল' শ্যুটিং শুরু হচ্ছে আজ।' এই ছবির হাত ধরেই প্রথম একসঙ্গে কাজ করবেন রণবীর কপূর ও সন্দীপ রেড্ডি। সন্দীপ রেড্ডি এর আগে 'কবীর সিংহ' ও 'অর্জুন রেড্ডি'র মতো ছবি পরিচালনা করেছেন।
আরও পড়ুন: Pavel Exclusive: ডায়েট ভুলে ম্যাগি, ফুচকা, জন্মদিনে পাভেলকে প্রথম শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ
দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা তথাগত-বিবৃতির
গুঞ্জন,বিরক্তি, তর্ক-বিতর্ক.. সব অন্যদিকে থাক। আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী দেবলীনা দত্তের (Debleena Dutt) হাসিমুখের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বামী তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনার একটি ঝকঝকে ছবি পোস্ট করেছেন তথাগত। ক্যাপশানে লিখেছেন, 'জন্মদিনে শুধুই ভাল থাকা থাকুক, নতুন নতুন দেশ পাড়ি জারি থাকুক, বাঁচার মানে থাকুক অনর্গল। প্রতিটা জন্মদিন রঙীন হোক একই ভাবে, এইভাবে। বন্ধুত্তের একটাই মানে হোক।' (অপরিবর্তিত)। একসঙ্গে কাটানো মুহূর্তের কোলাজ। তবে সদ্য নয়, সেই স্মৃতি ২ বছরের পুরনো। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবির স্মৃতি শেয়ার করে দেবলীনা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় 'ভটভটি'-র শ্যুটিংয়ের সময়ের কিছু ছবি ২০২০ সালে শেয়ার করে দেবলীনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিবৃতি। এরপর ২০২১ সালে অবনতি হয় তথাগত-দেবলীনার সম্পর্কের। টলিপাড়ার কানোঘুষোয় শোনা গিয়েছিল, তথাগত-দেবলীনার মধ্যে সম্পর্কে ভাঙনের কারণ নাকি বিবৃতিই।
জিতু থেকে অপরাজিত
পর্দায় সত্যজিৎ রায় হয়ে ওঠা নেহাত সহজ নয়। 'অপরাজিত' (Aparajito) হতে গিয়ে পদে পদে সেই মাসুলই দিয়েছেন জিতু কমল (Jeetu Kamal)। কেবল প্রস্থেটিক মেকআপ নয়, নিজের দাঁতকেও রীতিমতো ঘষামাজা করতে হয়েছিল তাঁকে! নাহ, তিনি নিজে বলেননি সেই কথা। আজ সোশ্যাল মিডিয়ায় জিতুর সেই কথা প্রকাশ্যে আনলেন স্ত্রী নবনীতা দাস (Nabanita Das)। লম্বা পোস্টে তিনি জানালেন, সত্যজিৎ রায়ের মতো দাঁত করতে গিয়ে ঠিক কী করতে হয়েছিল জিতুকে। জানা গেল, দাঁতে ক্যাপ পরিয়ে, ঘষে দাঁতের আকার পরিবর্তন করা হয়েছিল তাঁর। গোটা পদ্ধতিই খুব কষ্টকর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছিলেন নবনীতা। সেখানে জিতুর ছবির সঙ্গে সত্যজিৎ রায়ের দাঁতের বেশ মিল চোখে পড়েছে। তবে এই কথা প্রকাশ্যে আনেননি জিতু। বরাবরই তিনি চাপা স্বভাবে।