তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: গোটা দেশে আজ 'ডাঙ্কি' (Dunki) ঝড়। ভাল হোক বা খারাপ.. শাহরুখ-দর্শনে সকাল থেকেই হলের বাইরে ভিড় জমাচ্ছেন মানুষ। গোটা দেশের পাশাপাশি.. কিং খানের উন্মাদনায় মজেছেন শহর কলকাতাও। আর এই শহরেই রাত পোহালেই মুক্তি পাবে তাঁর ছবি। 'প্রধান' (Pradhan)। তার আগে, কতটা চাপ রয়েছে আর কতটাই বা আত্মবিশ্বাসে ফুটছেন পর্দার দীপক অধিকারী ওরফে দেব? 


এর আগে একাধিক ছবির ক্ষেত্রে প্রেক্ষাগৃহ বা শো পাওয়া নিয়ে সরব হয়েছেন দেব। 'প্রধান'-এর ক্ষেত্রে ছবিটা ঠিক কেমন? এবিপি লাইভকে (ABP Live) দেব বলছেন, 'আমরা প্রেক্ষাগৃহের জন্য ছবি বানাই না, দর্শকদের জন্য বানাই। দর্শক যে ছবি দেখতে চাইবে, হলমালিকদের সেটাই লাগাতে হবে। এখানে আমাদের কারও কিছু করার নেই। তবে আমরা আশাবাদী 'প্রধান' যে বিষয়টাকে তুলে ধরবে, সেটা দর্শকদের মনে দাগ কাটবে। ব্যক্তিগত জীবনে আমি শাহরুখের ভীষণ অনুরাগী। তবে একজন অভিনেতা হিসেবে, একই দিনে যখন ছবি রিলিজ করছি, তিনি আমার প্রতিন্ধন্দ্বী। আমায় তো সেখানে বাংলার সম্মানটা নিয়ে লড়াই করতে হবে। আমরা, যারা প্রথম শ্রেণীর অভিনেতা, প্রযোজক, পরিচালক... তারাই যদি ভয় পেয়ে পালিয়ে যাই তাহলে বাংলা ছবি কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবে না। দাঁড়াতেই পারবে না। আমরা হয়তো লড়াই করে হল পেয়েও যাব। কিন্তু যাঁদের এই লড়াইয়ের ক্ষমতা নেই, কিন্তু গল্প বলার ক্ষমতা আছে.. তাঁরা তো সুযোগই পাবেন না নিজেদের গল্পটা বলার। যে যে বিনোদন দুনিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলা। আমি চাই উৎসবের মরসুমে বাংলা থেকেও ভাল ছবি আসুক।'


এখানেই থামলেন না দেব। একটু দম নিয়ে ফের বললেন, 'এই লড়াইটা হাতে পায়ে নয়। ভাল বিষয়বস্তু নিয়ে তৈরি ছবি নিয়ে লড়াই। যদি নিজের কাজের ওপর ভরসা থাকে, সততা থাকে, আমার মনে হয় না সামনে কে আসছে তাতে খুব একটা কিছু যায় আসবে। অন্যের পাতে কি আছে সেটা ভেবে লাভ নেই। আমি কিভাবে দর্শকদের থালা সাজিয়ে দিচ্ছি সেদিকেই মন দিই।'


দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার:



 


আরও পড়ুন: Paran-Anirban Exclusive: জঙ্গলে চিতাবাঘের সামনে পরাণ, 'একেন' বলে ডাকলে কি মনখারাপ হয় অনির্বাণের?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।