পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : লোকসভা (Lok Sabha Election 2024) ভোটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে টাকা নিয়ে বিক্রি করা হয়েছে মণ্ডল সভাপতির পদ। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি (BJP) সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বড়জোড়া ২ নম্বর মণ্ডলের অপসারিত মণ্ডল সভাপতি ও দলীয় কর্মীদের একাংশ।
যে ইস্যুতে জেলা সভাপতির অপসারণও দাবি করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা, কর্মীরা। গতকাল বড়জোড়া ২ নম্বর মণ্ডল অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি বদলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতি অমরনাথ শাখা। লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করতেই এই বদল বলে তাঁর দাবি। বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে আসতে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।
সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। কিন্তু নির্বাচনী সাফল্য ধরে রাখার চেয়েও বাঁকুড়ায় বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ। যা প্রকাশ্যে চলে আসছে বারবার ! টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নিয়োগের গুরুতর অভিযোগ। আর তা নিয়ে বাঁকুড়ায়, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ।জঙ্গলমহলে ফের প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের কোন্দল।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন দলেরই বড়জোড়া ২ নম্বর মণ্ডলের সদ্য প্রাক্তন সভাপতি। গৌতম মণ্ডলের অভিযোগ, এমন একজন ব্যক্তিকে পুশ করে দেওয়া হল, পার্টিতে তার কোনও ভূমিকা ছিল না। সে কোনও আন্দোলনে ছিল না। পঞ্চায়েত নির্বাচনে তার কোনও গুরুত্ব ছিল না। যে প্রেক্ষিতে বড়জোড়া ২-র দায়িত্বপ্রাপ্ত বিজেপির মণ্ডল সভাপতি দেবজিৎ নাগ বলেছেন, 'মণ্ডল সভাপতি তো আমি নিজে নিজে হইনি। আমাকে জেলা, রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারও ক্ষোভ থাকে, দলকে জানাক।'
বাঁকুড়ার বড়জোড়া ২ নম্বর মণ্ডলের আওতায় ৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গত পঞ্চায়েত ভোটে সব জায়গায় ঘাসফুলের রমরমার মধ্যেও বৃন্দাবনপুর গ্রামপঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। গত ১৭ ডিসেম্বর বাঁকুড়া জেলায় বিজেপির সাংগঠনিক রদবদলের যে তালিকা সামনে আনা হয় তাতে দেখা যায়, গৌতম মণ্ডলকে সরিয়ে তাঁর জায়গায় দেবজিৎ নাগকে বড়জোড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি করা হয়েছে। গৌতম মণ্ডলকে সরিয়ে তাঁর জায়গায় দেবজিৎ নাগকে বড়জোড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি করা হয়েছে। তারপরই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বিলির অভিযোগ তুলে কার্যত বোমা ফাটিয়েছেন অপসারিত নেতা।
যাবতীয় অভিযোগ উড়িয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক অমরনাথ শাখা বলেছেন, আমি সংগঠনের লোক। তাদের যখন জন্ম হয়নি, তখন থেকে বিজেপিটা করি। অতএব কে কী কয়েকজন বলল, তাতে আমার কিছু এসে যায় না।
আরও পড়ুন- ডিসেম্বরের শেষে নিম্নচাপ, বড়দিনের আগে 'উধাও হবে' কনকনে শীত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে