কলকাতা: তাঁর প্রেম নাকি সিনেমা! আর সেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র জন্মদিনে সিনেমার ছোঁয়া থাকবে না তাও কি হয়! শহরের একটি হোটেলে আয়োজন করা হয়েছিল পরিচালকের জন্মদিনের পার্টির। সেখানে একদিকে যেমন হাজির রইলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা, তেমনই দেখানো হল সৃজিতের আগামী ছবি 'দশম অবতার' (Dasham Avtaar)-এর ট্রেলারের ঝলক। 


আজ মুক্তি পাওয়ার কথা ছবির ট্রেলারের। গতকাল সৃজিতের জন্মদিন উদযাপনে একদিকে যেমন এসেছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), যীশু সেনগুপ্ত (Jissu Sengupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জয়া আহসান (Jaya Ahsaan)-এর মতো সৃজিতের নতুন ছবির 'অবতার'-রা, তেমনই হাজির ছিলেন 'দেব' (Ditipriya Roy), ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও প্রায় গোটা ইন্ডাস্ট্রিই। ছিলেন সৃজিতের পত্নী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-ও। 


সোশ্যাল মিডিয়ায় এদিন জন্মদিনের একটি ছবি ভাগ করে নিয়েছেন সৃজিত। আর সেটা দেখেই যেন মনে পড়ে গেল 'ব্যোমকেশ'-এর গল্প। একইদিনে বড়পর্দায় ও ওয়েব সিরিজে, একই গল্প নিয়ে মুক্তি পাবার কথা ছিল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য়'। ওয়েবপর্দায় সৃজিতের পরিচালনায় মুখ্যভূমিকায় অনির্বাণ ও বড়পর্দায় বিরসা দাশগুপ্তের পরিচালনায় মুখ্যভূমিকায় দেব। কিন্তু যখন কানে আসছিল অভিনেতা-পরিচালকের মধ্যে রেশারেশির খবর.. তখনই ব্যোমকেশের ট্রেলার লঞ্চের মঞ্চে দেখা যায় সৃজিত, অনির্বাণ ও সোহিনীকে। দেব তাঁদের মঞ্চে এনে বন্ধুত্বের বার্তাই দিতে চেয়েছিলেন। পরবর্তীতে অবশ্য সিরিজের মুক্তি পিছিয়ে দেন সৃজিত। এখনও মুক্তি পায়নি অনির্বাণের ব্যোমকেশটি। 


অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় সৃজিত জন্মদিন উদযাপনের যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেখানে রয়েছেন দেব, যীশু ও সৃজিত নিজে। ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, পুজোয় আসছে 'দশম অবতার' ও 'বাঘাযতীন'। গতকালই মুক্তি পেয়েছে এই 'বাঘাযতীন' ছবির নতুন গান। সেই গান মুক্তির অনুষ্ঠান সেরেই সৃজিতের পার্টিতে এসে হাজির হন দেব। আগামী বছর তাঁদের ২জনের একসঙ্গে একটি ছবিতে কাজ করার কথা রয়েছে। সেখানে থাকার কথা রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-রও। 



সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং।


আরও পড়ুন: Raghav-Parineeti Wedding: 'মুক্তোরঙা বিয়ে'-তে পরিণীতিকে সাজাবেন মণীশ মলহোত্র, রাঘব পরবেন তাঁর আত্মীয়ের তৈরি পোশাক