কলকাতা: ২০২৩ সালের পুজোয় প্রেক্ষাগৃহে, বড়পর্দায় তুলে ধরা হয় বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Jyotindranath Mukherjee) বীরগাথা। 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন বাংলার নায়ক দেব (Dev)। বক্স অফিসে সাফল্য লাভের পর এবার টেলিভিশনের পর্দায় (World TV Premiere) আসতে চলেছে 'বাঘা যতীন'। কবে কোথায় কখন দেখা যাবে এই ছবি?
টেলিভিশনে প্রথমবার দেখানো হবে 'বাঘা যতীন', কবে কখন কোথায়?
ভোট মিটতেই ফের কাজে ব্যস্ত অভিনেতা দেব। কিছুদিন ধরেই ঘোষণা চলছিল। এবার ছোটপর্দায় আসতে চলেছেন বাঘা যতীন। তাঁর বীরগাথা দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আজ ঘোষণা করা হল তারিখ। আগামী ২৩ জুন, রবিবার স্টার জলসায় প্রথমবার দেখা যাবে দেব অভিনীত অরুণ রায় পরিচালিত 'বাঘা যতীন'। এদিন প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও স্টার জলসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, 'আসছে বাঙালি বীর বিপ্লবী যতীন্দ্রনাথের জীবন, ত্যাগ ও বীরত্বের কাহিনি। দেখুন টেলিভিশনে প্রথমবার 'বাঘা যতীন' ২৩ জুন, রবিবার, দুপুর ১টায় শুধুমাত্র স্টার জলসায়।' এদিন টেলিভিশনে ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।
এই ঘোষণা হতেই অনুরাগীদের উচ্ছ্বাস ও শুভেচ্ছায় ভরল কমেন্ট বক্স। কেউ লিখলেন, 'বাঘা যতীন সমস্ত টিআরপি রেকর্ড ভাঙবে'। আবার একজন লিখলেন, 'আমার মতে ২০২৩ সালের সেরা ছবি'। কেউ লিখলেন, 'অপেক্ষায় আছি'। অজস্র অনুরাগী তাঁদের 'প্রিয় নায়ক'কে জানালেন শুভেচ্ছা।
গত ৪ জুন, প্রকাশ্যে এসেছে এবারের লোকসভা নির্বাচনের ফল। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছেন দেব। এবার আবার তিনি ব্যস্ত ছবির কাজে।
কেমন ছিল প্রেক্ষাগৃহে 'বাঘা যতীন' ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো?
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ফুটিয়ে তুলবেন বড়পর্দায়, কথা দিয়েছিলেন দেব। রাখলেন সে কথা। আর তাঁর সেই নতুন অবতার দেখতে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ব়্যালি করে অনুরাগীর দল পৌঁছয় নবীনা সিনেমা হলে। সেই সঙ্গে ছিল ঘোড়ার গাড়িতে দেবের বিশাল কাটআউট। আর পুজোর শহরে ঢাক বাজবে না তা কি হয়? অন্যান্যবারের ডিজের ব্যবস্থা বাদ দিয়ে এবার ফ্যানক্লাব নিয়ে এসেছিল ঢাকিদের।
আরও পড়ুন: Asif Khan: সেফ-করিনার বিয়েতে খাবার পরিবেশন করেছেন, দীর্ঘ লড়াইয়ের পর সফল ফুলেরার 'দামাদ জি' আসিফ খান
ব়্যালি নিয়ে প্রেক্ষাগৃহের সামনে পৌঁছতেই প্রিয় অভিনেতার পোস্টারে পরানো হয় মালা, কাটা হয় কেক, ওঠে সেই পরিচিত স্লোগান 'শিরায় শিরায় রক্ত, দেব দার ভক্ত', 'এক দুই তিন চার, দেব দা সুপারস্টার' আরও কত কী! যাকেই জিজ্ঞেস করা যায়, প্রত্যেকেরই একটা কথা, 'দেব দা মানে সেই ছবি সুপারহিট হবেই।' এবার টেলিভিশনেও সেই সাফল্যের ঝড় অব্যাহত থাকে কি না তা সময় বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।