কলকাতা: পুজোয় বড়পর্দায় আসছেন বাঘা যতীন (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে (Pan India Release) মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন'। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster Revealed)। 


প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টার


মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাক... হঠাৎ দেখলে বোঝার উপায় নেই কে। 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টারে এভাবেই নজর কাড়ছেন দেব। 


শুক্রবার প্রকাশ্যে এল প্যান ইন্ডিয়া এই ছবির পোস্টার। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এল পোস্টার। ক্যাপশনে লেখা হল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'! 'ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়' নিয়ে হাজির হচ্ছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।


 






নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা 'বাঘা যতীন' বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরসুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। 


প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। 


আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?


প্রসঙ্গত, গত বছরের শুরুতেই মুক্তি পায় দেশাত্মবোধক ছবি '৮/১২', সেই ছবিরও পরিচালনা করেছিলেন অরুণ রায়। বিনয়, বাদল ও দীনেশের সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি যে ছবি দর্শকদের মনে বেশ ভাল মতো জায়গা করে নেয়। ফলে তাঁর হাত ধরে আরও এক স্বাধীনতা সংগ্রামীর গল্প আবারও সাড়া ফেলবে বলে আশা নির্মাতাদের। এখন অপেক্ষা পুজো পর্যন্ত। তবে ছবিতে দেবের দ্বিতীয় লুকও বেশ প্রশংসিত হচ্ছে অনুরাগী মহলে। 


অন্যদিকে দেবকে দেখা যাবে ব্যোমকেশ বক্সীর ভূমিকাতেও। বিরসা দাশগুপ্তের পরিচালনায় আসছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial