কলকাতা: শুভেচ্ছাবার্তা এল একেবারে শেষবেলায়। আজ জন্মদিন ছিল রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)। বিশেষ দিনে, প্রেমিকাকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। আর রুক্মিণী? তিনি কী করলেন আজকের দিনটা?


রুক্মিণীর জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দেব। বেশিরভাগ ছবিই অদেখা। দেব ও রুক্মিণী একসঙ্গে দেশে-বিদেশে ঘুরতে গেলেও, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার প্রায় করেন না বললেই চলে। তবে, প্রিয় মানুষের সঙ্গে দেশে-বিদেশে ঘোরার একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন দেব। কখনও বরফের মধ্যে, কখনও আবার সমুদ্রের নিচের স্কুবা ডাইভিংয়ের সঙ্গী রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে দেব লিখেছেন, 'শুভ জন্মদিন রুক্মিণী। আমার জীবনে এসে জীবনটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি এতদিন যা যা চেয়ে এসেছো, ভগবান তোমায় সেই সমস্ত কিছু দিক। আর একটা কথা না বললেই নয়, তুমি আমার সেরা সফরসঙ্গী। তোমার জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট ভাল কাটুক।' দেবের এই শুভেচ্ছাবার্তার কমেন্টবক্সে রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।


 






আর রুক্মিণী? জন্মদিনের শুরুটা তিনি পরিবারের সঙ্গে কাটালেও, জন্মদিনের সন্ধেটা ছিল সদ্য মুক্তি পাওয়া ছবি 'বুমেরাং'-এর জন্যই। এদিন বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে 'বুমেরাং' দেখেন রুক্মিণী। সেখানে ছোটদের থেকে ভালবাসা, আদরই যেন রুক্মিণীর জন্মদিনের সেরা উপহার। সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের ভিডিও বলতে রুক্মিণী কেবল শেয়ার করে নেন এটাই। এদিন রুক্মিণীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর খুদে ভাইঝি। এদিন প্রেক্ষাগৃহের মধ্যেই, শিশুদের সঙ্গে কেক কাটেন রুক্মিণী। সবার হাতে তুলে দেন উপহারও। 


 






আরও পড়ুন: Box office 2024: 'ফাইটার' নাকি 'অযোগ্য', 'এটা আমাদের গল্প'.. টলি-বলি মিলিয়ে কোন ছবিগুলি দেখে ফেলতেই হবে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।