ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: চলতি মাসের শেষের দিকেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'খাদান' (Khadaan)। আর সেই ছবির প্রচারেই এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দেব (Dev)। সঙ্গে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও টিমের অন্যান্য সদস্যরা। সদ্য দুর্গাপুরে প্রচারে গিয়েছিলেন তাঁরা। আর আজ বর্ধমানে তাঁদের প্রচারে যাওয়ার কথা। এর মধ্যেই সময় বের করে শুক্রবার সকাে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় নিজেও এই ছবি শেয়ার করে নিয়েছেন দেব। মূল ধারার ছবির মধ্যে অন্যতম বড় রিলিজ হল 'খাদান'। অভিনেতা প্রযোজকের আশা, বছরের শেষে মুক্তি পাওয়া এই ছবি প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করবে। ছবির মঙ্গলকামনায় ঈশ্বরের কাছে পুজো দিলেন দেব। 


ইতিমধ্যেই একের পর এক মুক্তি পেয়েছে এই ছবির গান ও প্রি-ট্রেলার। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনা রয়েছে ছবি নিয়ে। দেব-এর নিজের মধ্যেও উত্তেজনা কিছু কম নেই। দীর্ঘদিন পরে, পর্দায় একেবারে কমার্শিয়াল অবতারে দেখা যাবে দেব-কে। দেখা যাবে নাচের স্টেপেও। দেব-কে সাধারণত যে অবতারে মানুষ চিনেছেন দীর্ঘদিন ধরে, সেই অবতারেই পর্দায় ফিরছেন দেব। সঙ্গে রয়েছেন দুঁদে অভিনেতা, যীশু সেনগুপ্ত। একেবারে অন্যরকমভাবে দেখা যাবে তাঁকে। 


সদ্য ২০০ জন অনুরাগীকে নিয়ে একটি প্রি-ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেব এই অনুষ্ঠান নিয়ে বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উত্তেজনা দেখে ততটা বোঝা যায় না। সামনে থেকে অনুরাগীদের দেখতে চেয়েছিলাম যে এই ছবি নিয়ে উত্তেজনা ঠিক কতটা? এই ছবিটা আমার স্বপ্ন, সেটা ইতিমধ্যেই সবাই জানেন। দর্শকেরা এই ছবিটা নিয়ে কতটা আগ্রহী সেটা দেখার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করা। যা দেখলাম, তাতে মনে হচ্ছে যে স্বপ্ন নিয়ে আমরা সিনেমাটা শুরু করেছিলাম, সেটা সফল হওয়ার পথে। গান, ট্রেলার ও প্রি-ট্রেলারে দর্শক যা দেখবেন, তার ৫০০ শতাংশ বেশি রয়েছে ছবিটার মধ্যে। আমরা শ্যুটিংয়ে যাওয়ার আগে আড়াই বছর ধরে ঘষামাজা করেছি গল্পটা নিয়ে। লোকেশন কী হবে.. লোকেশনগুলো আদৌ পাওয়া যাবে কি না.. সব আলোচনা করেছি। ৪০০ ফুট নিচে গিয়ে ছবিটার শ্যুটিং করেছি।'


 






আরও পড়ুন: Ritwik Ghatak: বাংলাদেশে গুঁড়িয়ে দেওয়া হল ঋত্বিক ঘটকের বাড়ি, দখল সুনীল গঙ্গোপাধ্যায়ের ভিটেও!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।