কলকাতা: জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা করলেন বঙ্গকন্যা দেবলীনা ভট্টাচার্য্য (Devoleena Bhattacharjee)। ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা। তারপর থেকে কেরিয়ার আর সংসার দুই সামলাচ্ছেন তিনি। আর এবার, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। মা হতে চলেছেন দেবলীনা। আজ সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একটি ছবি পোস্ট করে দেবলীনা নিজেই জানিয়েছেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। 


সোশ্যাল মিডিয়ায় স্বামী শেহনওয়াজের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে নিয়েছেন দেবলীনা। সেখানে তিনি ও শেহনওয়াজ পাশাপাশি বসে রয়েছেন শেহনওয়াজের কোলে তাঁদের পোষ্য কুকুর। আর দেবলীনার কোলে একটি ছোট্ট জামা রাখা। সেটাই তাঁর কোলে সন্তান আসার আগমন বার্তা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে দেবলীনা লিখেছেন, 'আমি মাতৃত্বের সফর শুরু করতে চলেছি।  আর সেই সফরের শুরু পঞ্চমৃত দিয়ে করলাম। এই নিয়মের মধ্যে রয়েছে শুধুই ভালবাসা। মা আর তাঁর অনাগত সন্তানের মঙ্গল কামনা ও সুস্থতা কামনায় এই নিয়ম পালন করা হয়। জীবনের একটা নতুন সফর শুরু করতে চলেছি।'


দেবলীনার এই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। জীবনের নতুন সফর, নতুন দায়িত্ব শুরু করার পথে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। প্রসঙ্গত, ভিন্ন ধর্মে বিয়ে করা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ে নিয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। যদিও সেই পরিস্থিতি শক্ত হাতেই সামলেছিলেন দেবলীনা। উত্তর দিয়েছিলেন নিজের মতো করেই। তবে সেই সমস্ত এখন অতীত। পেরিয়ে গিয়েছে দু বছরেরও বেশি সময়। সুখেই সংসার করছেন দেবলীনা। দীর্ঘদিনের প্রেমিক এখন তাঁর স্বামী। আর সেই স্বামীর সঙ্গেই জীবনের নতুন দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী।     


 






আরও পড়ুন:Rituparna on RG Kar Issue: আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শাঁখ বাজানো নিয়ে ট্রোলিংয়ের শিকার ঋতুপর্ণা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।