নয়াদিল্লি: প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। যেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ চূড়ায় বসে থাকা সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) স্পর্শ করা যায়। ব্যাটিং মহীরূহের কীর্তি ছোঁয়ার আপ্রাণ চেষ্টা দেখা যায় বিশ্ব ক্রিকেটের সব তারকাদের মধ্যেই।


ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় সচিনকে পেরিয়ে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে টেস্টে সচিনের রানকে টপকে যেতে পারেন এক ইংরেজ তারকা? কিংবদন্তি অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং অন্তত সেরকমই মনে করেন।


বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের মতে, একমাত্র জো রুটই পারেন সচিনকে টেস্ট রানের নিরিখে ছাপিয়ে যেতে। এখনও পর্যন্ত ১৪৩ টেস্টে ৫০.‌১১ গড় রেখে ১২০২৭ রান করেছেন রুট। রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৬৩টি হাফসেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সপ্তম সর্বোচ্চ স্কোরার জো রুট। তাঁর সামনে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (‌১২৪০০ রান)‌ ও স্বদেশীয় অ্যালেস্টেয়ার কুক (‌১২৪৭২ রান)‌।


গড অফ ক্রিকেট সচিনকে পেরিয়ে যেতে পারেন রুট, বিশ্বাস পন্টিংয়ের। রুটের রানের খিদে একইরকম থাকলে সচিনকে তিন-চার বছরের মধ্যে পেরিয়ে যাবেন তিনি, পূর্বাভাস পন্টিংয়ের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসাবে ১২ হাজার রান পূর্ণ করেছেন রুট। এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টেই সেই তালিকায় ঢুকে পড়েছেন রুট।             


 






২০০ টেস্টে সচিনের ঝুলিতে রয়েছে ১৫৯২১ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। আইসিসি-র ওয়েবসাইটে পন্টিং বলেছেন, 'রুট সম্ভবত সেটা পারবে। ওর বয়স এখন ৩৩ বছর আর সচিনের চেয়ে ৩ হাজার রান পিছিয়ে রয়েছে। কতগুলি টেস্ট ম্যাচ ইংল্যান্ড খেলছে, তার ওপর নির্ভর করছে সব কিছু। তবে ইংল্যান্ড যদি বছরে ১০ থেকে ১৪টি টেস্ট ম্যাচ খেলে, এবং বছরে যদি ৮০০ বা ১০০০ রান করে রুট, তাহলে ৩-৪ বছরে সেই জায়গায় পৌঁছে যাবে রুট। ৩৭ বছর বয়সে সেই জায়গায় পৌঁছে যেতে পারে ও।'


আরও পড়ুন: ধোনির সাফল্যের নেপথ্যে ছিলেন, বরাবর আড়ালেই থেকেছেন, কিংবদন্তির অবসরের দিন অজানা গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।