নাইরোবি: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তিনি। ক্রিকেট ছাড়ার পর যোগ দেন রাজনীতিতে। বিজেপি-তে যোগ দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে। এবার তাঁর হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দিল কিনিয়া ক্রিকেট বোর্ড (Kenya)।
কিনিয়ার কোচ হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ (Dodda Ganesh)। আপাতত ১ বছরের জন্য চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে চুক্তির মেয়াদকাল। সেপ্টেম্বরে আইসিসি-র ডিভিশন টু চ্যালেঞ্জ লিগে প্রথম পরীক্ষা ভারতের প্রাক্তন পেসারের। সেখানে পাপুয়া নিউ গিনি, কাতার, ডেনমার্ক ও জার্সির বিরুদ্ধে খেলবে কিনিয়া। তারপর অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আফ্রিকা পর্বের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে কিনিয়া।
এক বছরের চুক্তিতে কিনিয়া ক্রিকেট দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গণেশ। একটা সময় কিনিয়া ক্রিকেট দল গোটা বিশ্বে তাক লাগিয়েছিল এক ভারতীয় ক্রিকেটারের হাত ধরেই। কপিল দেবের ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিল কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ২০০৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমক দিয়েছিল কিনিয়া। যদিও সেই বিশ্বকাপের শেষ চারের ম্যাচে শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে ছিটকে যায় কিনিয়া। তবে সেবার মরিস ওদুম্বে, স্টিভ টিকালোদের খেলা গোটা বিশ্বের প্রশংসা আদায় করে নিয়েছিল।
অবশ্য সম্প্রতি কিনিয়া ক্রিকেট দলের পারফরম্যান্স একদমই তলানিতে। ভাগ্যের চাকা ঘোরাতে আবারও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের হাতে গুরুদায়িত্ব তুলে দিল কিনিয়া ক্রিকেট বোর্ড।
৫১ বছরের গণেশ ভারতের হয়ে ৪টি টেস্ট ও একটি ওযান ডে ম্যাচ খেলেছেন। তিনি বলেছেন, 'ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনই প্রাথমিক লক্ষ্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।