কলকাতা: গত বছরের একেবারে শেষের দিকে কোলে এসেছিল সন্তান। আর আজ সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য (Devoleena Bhattacharjee)। ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা। তারপর থেকে কেরিয়ার আর সংসার দুই সামলাচ্ছেন তিনি। আর এবার, তাঁদের কোলে এসেছে পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের ছবি দিয়ে তার নাম ঘোষণা করলেন দেবলীনা। দেবলীনা ও শেহনওয়াজ শেখ তাঁদের একমাত্র সন্তানের নাম রেখেছেন 'জয়'। ইংরাজি এই শব্দের অর্থ, আনন্দ।
সোশ্যাল মিডিয়ায় দেবলীনা দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একরত্তিকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। লিখেছেন, 'আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে রয়েছে আমাদের পরিবারের নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য। জয়। আমাদের খুশির উৎস। তবে ছবিতে সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি দেবলীনা। এখন সদ্যজাতর ছবি প্রকাশ্যে না আনাই দস্তুর। অনুষ্কা শর্মা থেকে শুরু করে দীপিকা পাডুকোন, সদ্যজাতের ছবি প্রকাশ্যে আনেননি কেউই। সেই পথে পা বাড়ালেন টেলি অভিনেত্রী দেবলীনাও। ছেলের মুখ ইমোজি ব্যবহার করে ঢেকে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই দেবলীনাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর দিয়ে দেবলীনা লিখেছিলেন, 'আমি মাতৃত্বের সফর শুরু করতে চলেছি। আর সেই সফরের শুরু পঞ্চমৃত দিয়ে করলাম। এই নিয়মের মধ্যে রয়েছে শুধুই ভালবাসা। মা আর তাঁর অনাগত সন্তানের মঙ্গল কামনা ও সুস্থতা কামনায় এই নিয়ম পালন করা হয়। জীবনের একটা নতুন সফর শুরু করতে চলেছি।' প্রসঙ্গত, ভিন্ন ধর্মে বিয়ে করা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ে নিয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। যদিও সেই পরিস্থিতি শক্ত হাতেই সামলেছিলেন দেবলীনা। উত্তর দিয়েছিলেন নিজের মতো করেই। তবে সেই সমস্ত এখন অতীত। পেরিয়ে গিয়েছে দু বছরেরও বেশি সময়। সুখেই সংসার করছেন দেবলীনা। দীর্ঘদিনের প্রেমিক এখন তাঁর স্বামী।
আরও পড়ুন: Binodini: রুক্মিণী নাকি শুভশ্রী? 'বিনোদিনী' হিসেবে কে সেরা? চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়