চেন্নাই: বিয়ের ২০ বছর পর কেটে গিয়েছে। বিচ্ছেদও হয়েছে তামিল সুপারস্টার ধনুষ (Dhanush) ও ঐশ্বর্য রজনীকান্তের (Aishwaryaa Rajinikanth)। যাঁর আর এক পরিচয়, ঐশ্বর্য কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের কন্যা। তাঁরা একসঙ্গে থাকবেন না সিদ্ধান্ত নেওয়ার পর চেন্নাইয়ের ফ্যামিলি কোর্ট দুজনের বিচ্ছেদের রায় শোনায়। 


এরই মাঝে ধনুষের পুরনো একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ভিডিওতে ধনুষকে বলতে শোনা গিয়েছে, বিয়ের আগে তিনি ঐশ্বর্যের সঙ্গে প্রেমই করেননি। ডেট না করে একেবারে সরাসরি বিয়ের পিঁড়িতে বসেছিলেন।


বিশ বছর আগের ঘটনা। ২০০৪ সালের নভেম্বর। একটি সাংবাদিক বৈঠক ডেকে ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে নিজের বিয়ের ঘোষণা করেছিলেন ধনুষ। ঐশ্বর্যর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল, এরকম খবর উড়িয়ে দিয়েছিলেন তামিল সুপারস্টার ধনুষ। তিনি জানিয়েছিলেন, ঐশ্বর্যকে চিনতেন শুধুমাত্র নিদের দিদির বন্ধু হিসাবে। এমনকী, ধনুষ এ-ও বলেছিলেন যে, তাঁর ও ঐশ্বর্যর পরিবার তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক নেই, সেই বিবৃতিও দিতেন।


দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা যখন তুঙ্গে ছিল, সেই সময়ই দুই পরিবার একইসঙ্গে ভাবে, বিয়ে করে নিলে কেমন হয়? ধনুষ যে কারণে একবার বলেছিলেন, 'ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ের নেপথ্যে সংবাদমাধ্যমকে আমি ধন্যবাদ দিতে চাই। তবে আমি আবার বলছি, আমার ও ঐশ্বর্যর বিয়ে প্রেমের সম্পর্কের পরিণতি পাওয়ার মতো ঘটনা ছিল না।'


ঘটনা হচ্ছে, ঐশ্বর্য বয়সের দিক থেকে ধনুষের চেয়ে ২ বছরের বড়। যদিও ধনুষ জানিয়েছিলেন, বয়সের এই তফাত তাঁদের সম্পর্কে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। ঐশ্বর্য সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) ও লতা রজনীকান্তের (Latha Rajinikanth) মেয়ে। অন্যদিকে, ধনুষ হচ্ছেন পরিচালক কস্তুরি রাজা (director Kasthuri Raja) ও বিজয়ালক্ষ্মীর (Vijayalakshmi) পুত্র।


ধনুষ ও ঐশ্বর্যর দুই পুত্রসন্তান রয়েছে। লিঙ্গ ও যাত্রা। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় ধনুষ ও ঐশ্বর্য - উভয়েই জানিয়েছিলেন যে আঠেরো বছরের দাম্পত্যে এবার ইতি টানতে চান তাঁরা। একসঙ্গে অনেক ভাল সময় কাটিয়েছেন। তবে আইনিভাবে এই বিবাহ থেকে বর্তমানে নিষ্কৃতি চান তাঁরা। জোর করে দাম্পত্য টেনে নিয়ে যেতে তাঁরা রাজি নন। তবে তাঁদের বন্ধুত্ব যেন সুন্দর থাকে, অটুট থাকে সেই ভাবনা নিয়েই বিবাহ বিচ্ছেদ করতে চান তাঁরা।


আরও পড়ুন: Abhishek Bachchan: অভিনয় করতে গিয়ে মনে পড়ত আরাধ্যার থেকে দূরে থাকার যন্ত্রণা! কোন কষ্ট বয়ে বেড়াচ্ছেন অভিষেক?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।