কলকাতা: পারিবারিক অনুষ্ঠানে আহত বলিউড তারকা ধর্মেন্দ্র (Dharmendra Injured)। সূত্রের খবর, দেওল পরিবার নিশ্চিত করেছে যে রাজস্থানের উদয়পুরে (Udaipur) পারিবারিক অনুষ্ঠানে (Family Function) যোগ দিতে গিয়ে আহত হন ৮৮ বছর অভিনেতা। কিছুদিন আগে তাঁরা যান অনুষ্ঠানে অংশ নেন, বুধবার এই খবর ভাইরাল হয়। অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা ও তারকা অভিনেতা শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha) এবার পা রাখতে চলেছেন ওয়েব দুনিয়ায়। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ (OTT Debut) করতে একেবারে তৈরি তিনি। বৃহস্পতিবার নিজেই সেই খবর শেয়ার করেন তিনি। ('Gangs Of Ghaziabad' Poster Out)। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
ফের বিয়ের পিঁড়িতে রাখী সবন্তের প্রাক্তন স্বামী আদিল?
তিনি শিরোনামে উঠে এসেছিলেন তাঁর বিয়েকে কেন্দ্র করেই। প্রথমে বিয়ে, তারপরে বিচ্ছেদ ও আদালতের টানাপোড়েন। এমনকি হাজতবাসও। আর ফের একবার তাঁর শিরোনামে উঠে আসার কারণও সেই বিয়ে! প্রথমবার বিয়ে করেছিলেন রাখী সবন্ত (Rakhi Sawant)-কে। আর দ্বিতীয়বার, 'বিগ বস ১২' (Big Boss 12)-র প্রতিযোগী সোমি খান (Somi Khan)-কে বিয়ে করলেন আদিল দুর্রানি (Adil Durrani)। শাবা খানের বোন সোমি। শোনা যাচ্ছে, উদয়পুরে বিয়ে সেরেছেন তাঁরা। খুব তাড়াতাড়ি মুম্বইতে ফিরেই সংবাদমাধ্যমকে যাবতীয় সাক্ষাৎকার দেবেন তাঁরা, এমনটাই শোনা যাচ্ছে। বিয়ের খবর প্রকাশ্যে আসলেও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি আদিল বা সোমি কেউই। ২০২২ সালে বলিউড অভিনেত্রী রাখী সবন্তের (Rakhi Sawant) সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন আদিল।
অজয়ের 'ময়দান' জুড়ে ফুটবল আর বাংলার আবেগ
এই ছবি পরিচিতি তৈরির গল্প। ফুটবল নিয়ে একটি দেশের পরিচিতি তৈরির গল্প। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে যেন যুদ্ধ, নিজের পরিচিতির জন্য। নিজের দেশের জন্য। মুক্তি পেল 'ময়দান' (Maidan) ছবির ট্রেলার। আর গোটা ট্রেলার জুড়েই, এক ফুটবল কোচের ভূমিকায় নজর কাড়লেন অজয় দেবগণ (Ajay Devgan)। এই ছবিতে বাংলার ছোঁয়া রয়েছে। কোচ সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে। এছাড়াও এই ছবিতে বাংলা থেকে রয়েছেন একগুচ্ছ তারকা। রয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudraneil Ghosh), আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmik)। এছাড়াও রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও (Gajraj Rao)-এর মতো তারকারা। এই সিনেমার একাধিক অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়। ট্রেলারেও দেখা গেল কলকাতার ট্রাম, কাদাজলে ফুটবল খেলার মতো চিরন্তন সব বাঙালি দৃশ্যের। সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ঈদে।
ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন অভিনেতা শত্রুঘ্ন সিন্হা
বর্ষীয়ান অভিনেতা ও তারকা অভিনেতা শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha) এবার পা রাখতে চলেছেন ওয়েব দুনিয়ায়। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ (OTT Debut) করতে একেবারে তৈরি তিনি। বৃহস্পতিবার নিজেই সেই খবর শেয়ার করেন তিনি। ('Gangs Of Ghaziabad' Poster Out)। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আসন্ন ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করেন অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। সিরিজের নাম 'গ্যাংস অফ গাজিয়াবাদ'। বলাই বাহুল্য অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সিরিজ। ক্যাপশনে তিনি লেখেন, 'আমার আগামী ওয়েব সিরিজের প্রথম পোস্টার শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যেখানে আমি স্ক্রিন ভাগ করেছি আমার ছেলে লভ সিন্হার (Luv Sinha) সঙ্গে। নিষ্ঠাবান ও অভিজ্ঞতাসম্পন্ন পরিচালকের সঙ্গে কাজ করা আমার কাছে স্মরণীয় অভিজ্ঞতা।' তাঁর প্রথম ওয়েব সিরিজের প্রথম লুক শেয়ার করে সকলকে ধন্যবাদ জানান তিনি। এটি অপরাধের জগৎ, বন্ধুত্ব ও নিজেকে পুনরুদ্ধারের গল্প বলবে এই ছবি যার প্রযোজনা করেছেন বিনয় কুমার ও প্রদীপ নগর। ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন নাগেন্দর চৌধুরী।
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র!
পারিবারিক অনুষ্ঠানে আহত বলিউড তারকা ধর্মেন্দ্র (Dharmendra Injured)। সূত্রের খবর, দেওল পরিবার নিশ্চিত করেছে যে রাজস্থানের উদয়পুরে (Udaipur) পারিবারিক অনুষ্ঠানে (Family Function) যোগ দিতে গিয়ে আহত হন ৮৮ বছর অভিনেতা। কিছুদিন আগে তাঁরা যান অনুষ্ঠানে অংশ নেন, বুধবার এই খবর ভাইরাল হয়। অভিনেতার পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে উদয়পুরে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত হন ধর্মেন্দ্র। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়েছে। সূত্রের আরও খবর, দ্রুত কাজে ফিরবেন অভিনেতা। এক জাতীয় স্তরের সংবাদ সংস্থাকে অভিনেতার পরিবার সূত্রে জানানো হয়েছে যে কিছুদিন আগে পায়ে আঘাত পান ধর্মেন্দ্র। তবে চিন্তার কোনও বিষয় নেই, তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্র বলে, 'তাঁর বয়সে এসে এই ধরনের ঘটনা ঘটে যায় কিন্তু তিনি ভাল আছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। উদয়পুরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন যখন আহত হন। আপাতত বিশ্রামে আছেন এবং দ্রুত কাজে ফিরবেন। অনুরাগীদের অনুরোধ করব ওঁর দ্রুত আরোগ্য কামনা করতে।'
পরনে ঢিলেঢালা শার্ট, সন্তানসম্ভবা পরিণীতি?
বিয়ে সেরেছেন গত সেপ্টেম্বরে, আর এই মার্চের শুরুতে তাঁকে ঘিরে জল্পনা। শোনা যাচ্ছে সন্তানসম্ভবা তিনি। কে? বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra Pregnancy Rumours)। সাম্প্রতিককালে ভাইরাল হওয়া অভিনেত্রীর ছবি দেখে এমনই আন্দাজ তাঁর অনুরাগীদের। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর পরনে ছিল ঢিলেঢালা শার্ট, যাঁর পোশাকি নাম 'ওভারসাইজড শার্ট' (Oversized Shirt), শর্টস। হাতে ডিজাইনার ব্যাগ, পায়ে স্নিকার্স। অনুরাগীদের নজর কাড়ে তাঁর পোশাক। মঙ্গলবার অভিনেত্রী ক্যামেরাবন্দি ফ্যানেরা আন্দাজ করতে শুরু করেন তিনি কি তাহলে অন্তঃসত্ত্বা? বেবি বাম্প ঢাকতেই কি ঢিলে পোশাক বেছে নিয়েছেন? ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, অভিনেত্রী গায়িকা পরিণীতি চোপড়া ও 'আপ' নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ে হয়, উদয়পুরে। স্বাভাবিকভাবেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। বলিউড তারকা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব হাজির ছিলেন। উপস্থিত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর মার্চের শুরুতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরিণীতি বা রাঘব, কেউই।