নাতি করণ দেওলকে জিমে ট্রেনিং ধর্মেন্দ্রর, ভিডিও ভাইরাল
ABP Ananda webdesk | 04 Jan 2020 04:38 PM (IST)
সোশাল মিডিয়ায় বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর একটি ভিডিও অনুরাগীদের নজর কেড়েছে। এবার ধর্মেন্দ্র তাঁর নাতি তথা সানি দেওলের ছেলে করণ দেওলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে, করণকে জিমে ব্যায়াম করতে দেখা গিয়েছে এবং তাঁর পিছনে তখন বসে ছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রকে ভিডিওতে নাতিকে করণকে পরামর্শ দিতে দেখা গিয়েছে।
নয়াদিল্লি: সোশাল মিডিয়ায় বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর একটি ভিডিও অনুরাগীদের নজর কেড়েছে। এবার ধর্মেন্দ্র তাঁর নাতি তথা সানি দেওলের ছেলে করণ দেওলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে, করণকে জিমে ব্যায়াম করতে দেখা গিয়েছে এবং তাঁর পিছনে তখন বসে ছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রকে ভিডিওতে নাতিকে করণকে পরামর্শ দিতে দেখা গিয়েছে। ধর্মেন্দ্রর শেয়ার করা এই ভিডিওতে অনুরাগীরা জমিয়ে লাইক ও কমেন্ট করেছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছেন, 'যা নিজে করতে পারা যায় না, তা ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। সুস্থ মস্তিষ্ক আপনাকে এক ভালো মানুষ করে তুলবে'। ভিডিওতে দাদু ও নাতির সম্পর্কের বন্ধন অনুরাগীদের নজর কেড়েছে। উল্লেখ্য, করণ সম্প্রতি পল পর দিল কে পাস সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এই সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে সাহের বাম্বারাও। বলিউডের হি-ম্যান হিসেবে পরিচিত ধর্মেন্দ্রর আসল নাম ধরম সিংহ দেওল। তাঁর বাবা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬০-এ দিল ভি তেরা হম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়।