ভিডিও পোস্ট করে ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছেন, 'যা নিজে করতে পারা যায় না, তা ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। সুস্থ মস্তিষ্ক আপনাকে এক ভালো মানুষ করে তুলবে'।
ভিডিওতে দাদু ও নাতির সম্পর্কের বন্ধন অনুরাগীদের নজর কেড়েছে।
উল্লেখ্য, করণ সম্প্রতি পল পর দিল কে পাস সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এই সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে সাহের বাম্বারাও।
বলিউডের হি-ম্যান হিসেবে পরিচিত ধর্মেন্দ্রর আসল নাম ধরম সিংহ দেওল। তাঁর বাবা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬০-এ দিল ভি তেরা হম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়।