মুম্বই: স্বামী বৈভব রেখির জন্মদিনে নিজের সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করলেন বলি অভিনেত্রী দিয়া মির্জা। শনিবার, ২১ অগাস্ট, ৩৬ বছরে পা দিলেন বৈভব। নিজেদের একটা থ্রোব্যাক ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দিয়া। ক্যাপশনে স্পষ্ট ছবিতে দিয়া তাঁর হাতের ট্যাটু দেখাচ্ছেন বৈভবকে।
পোস্টের সঙ্গে আবেগঘন ক্যাপশন লিখেছেন অভিনেত্রী। ক্যাপশনে বৈভবকে 'পৃথিবীর সবচেয়ে ভাল বাবা ও সঙ্গী'-এর তকমা দিয়েছেন দিয়া মির্জা। ক্যানডিড ছবিটিতে নীল পোশাকে যথারীতি নজর কাড়ছেন প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল।
ক্যাপশনে নিজেদের সেই মুহূর্তের কথোপকথনের টুকরো মনে করে অভিনেত্রী লিখেছেন, "এই ট্যাটুটার মানে কী?' তুমি জিজ্ঞেস করেছিলে...'এটার মানে ভয় থেকে মুক্তি - আজ়াদ।' তিনি আরও লেখেন, 'এই অল্প সময়ে আমরা কতটা পথ অতিক্রম করে এসেছি। পৃথিবীর সবচেয়ে ভাল বাবা ও সঙ্গীকে জন্মদিনের অঢেল শুভেচ্ছা। তুমি আমাদের জীবনকে সবদিক থেকে পারফেক্ট করে তুলেছ। এমনই একসঙ্গে আরও অনেক অ্যাডভেঞ্চার ও আবিষ্কার চলতে থাক!'
টিনসেল টাউনের একাধিক তারকা কমেন্ট করেছেন সেই পোস্টে। বলি তারকা বিপাশা বসু, নিম্রত কৌর থেকে আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন বৈভবকে।
২০২১ সালে ১৫ ফেব্রুয়ারি, ব্যক্তিগত একটি অনুষ্ঠান করে বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া মির্জা। ১৪ মে তাঁরা এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রায় দু'মাস পর, জুলাই মাসে একটি পোস্ট করে অনুরাগীদের ছেলে অভিয়ান আজ়াদ রেখির জন্মের খবর দেন 'রহেনা হ্যায় তেরে দিল মে' খ্যাত অভিনেত্রী। যদিও অন্যান্য স্টারকিডদের মতো দিয়া মির্জার ছেলের ছবি দেখা যায়নি সোশাল মিডিয়ায়। এখনও খুদের মুখ প্রকাশ্যে আনেননি দম্পতি। যদিও স্বাধীনতা দিবসে এক ঝলক ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, 'আশা করব তুমি যেন সবসময় স্বাধীন থাকো, অভিয়ান'।
অভিনেত্রী দিয়া মির্জাকে শেষ তেলেগু ছবি 'ওয়াইল্ড ডগ'-এ বিশেষ চরিত্রে দেখা যায়। ছবিতে দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি ও সাইয়ামি খের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।