গতকাল আর্চার ট্যুইট করে বলেন, বে ওভাল টেস্টের পঞ্চম দিন এক দর্শক তাঁর উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন। এরপরেই তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার উইলিয়ামসনও ক্ষমা চাওয়ার কথা জানালেন। দর্শকের বর্ণবিদ্বেষী মন্তব্য: জোফ্রা আর্চারের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন, জানালেন কেন উইলিয়ামসন
Web Desk, ABP Ananda | 26 Nov 2019 12:49 PM (IST)
গতকাল আর্চার ট্যুইট করে বলেন, বে ওভাল টেস্টের পঞ্চম দিন এক দর্শক তাঁর উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন।
মাউন্ট মাউনগানুই: এক দর্শকের বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হওয়া জোফ্রা আর্চারের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন বলে জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এটা (বর্ণবিদ্বেষী আচরণ) কিউয়িদের জীবনযাত্রার বিরোধী। আশা করি এর পুনরাবৃত্তি হবে না। আমি শুধু কিউয়িদের পক্ষ থেকে জোফ্রার কাছে ক্ষমা চাইতে পারি। এটা ভয়ঙ্কর ঘটনা। যে দেশে বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা মানা যায় না। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’