কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়.. নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)? সাত পাকে বাঁধা পড়লেন? তাও আবার অভিনেতা সঞ্জয় মিশ্র (Sanjay Mishra)-র সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়। সত্যিই কি তবে মহিমা চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বর্ষীয়ান অভিনেতা? মহিমার পরণে গোলাপি বেনারসি, মাথায় ওড়না। গা ভর্তি গয়না। অন্যদিকে সাদা পাঞ্জাবি পাজামা আর জওহর কোর্টে মানানসই সঞ্জয় মিশ্র-ও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। 

Continues below advertisement

সত্যিই কি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহিমা চৌধুরী আর সঞ্জয় মিশ্র? এদিন পাপারাৎজিদের সামনে বিবাহবেশে হাজির হন তাঁরা। পোজ় ও দেন একে অপরের সঙ্গে। পাপারাৎজিদের পর্যন্ত খেয়ে যেতে বলেন মহিমা চৌধুরী। এতে সবাই অবাক হয়েছেন যে, সত্যিই কি বিয়ে করলেন তাঁরা? ক্যানসারকে জয় করে মহিমা ফিরেছিলেন কঙ্গনা রানাউতের ছবির হাত ধরেই। তবে এখন তিনি, অনেক ভাল আছেন। কিছুদিন আগেই তিনি মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। তবে, তাঁদের বিয়ের গল্প কি সত্যি?

আসল কথা, সত্যি সত্যি বিয়ে করেননি সঞ্জয় মিশ্র আর মহিমা চৌধুরী। আসলে 'দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি' (Durlabh Prasad Ki Doosri Shadi) সিনেমায় অভিনয় করছেন মহিমা চৌধুরী আর সঞ্জয় মিশ্র। সেখানেই তাঁরা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। শ্যুটিং সারতেই স্বামী স্ত্রীর মতোই তৈরি হয়েছিলেন তাঁরা। আর সেইভাবেই পাপারাৎজিদের সামনে এসে পোজ দিলেন তাঁরা। আর তারপরেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন, বোধহয় সত্যি সত্যিই বিয়ে করে নিয়েছেন এই দুই তারকা। তবে বিষয়টি গোটাটাই রিল.. রিয়েল নয়। বাস্তবে বিয়ে করেননি তাঁরা। 

Continues below advertisement

 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নতুন এই সিনেমার পোস্টার শেয়ার করে নিয়েছিলেন মহিমা। ফলে বোঝাই যাচ্ছে, এই ছবির শ্যুটিংয়ের জন্যই বধূবেশে সেজেছিলেন মহিমা।