নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই আইনি লড়াই চলছে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও আলিয়া সিদ্দিকির (Aaliya Siddiqui)। অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে এসেছেন আলিয়া। তাতে সায় দিয়েছেন কখনও তাঁদের পরিচারিকা, কখনও অভিনেতার নিজের ভাই। ফলে দীর্ঘদিন ধরেই শিরোনামে রয়েছেন তাঁরা। শুক্রবার সেই বিতর্ক নিল নয়া মোড়। 


শুক্রবার ফের বিস্ফোরক নওয়াজের স্ত্রী, সঙ্গী মেয়ে


শুক্রবার দেখা গেল একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের ছেলেমেয়ের সঙ্গে ভিডিওটি পোস্ট করেন আলিয়া। তিনি ভিডিওয় দাবি করেন তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজউদ্দিন। ভিডিওয় দেখা যাচ্ছে আলিয়া বাংলোর বাইরে দাঁড়িয়ে রয়েছেন দুই সন্তানের সঙ্গে। তাঁর দাবি, তাঁদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ভিডিওয় তাঁদের মেয়েকে অঝোরে কাঁদতেও দেখা যায়। কিন্তু এখানেই নতুন ট্যুইস্ট! শোনা যাচ্ছে ওই বাংলোটি নাকি নওয়াজউদ্দিন সিদ্দিকির নয়। 


সূত্রের খবর, নওয়াজউদ্দিন সিদ্দিকি ইতিমধ্যেই তাঁর সমস্ত সম্পত্তি মা মেহরুনিসা সিদ্দিকির নামে করে দিয়েছেন। ফলে কাউকে বাড়িতে ঢুকতে না দেওয়ার আইনি অধিকার অভিনেতার নেই। নওয়াজউদ্দিনের মায়ের কেয়ারটেকারের দাবি, দুই সন্তান বাড়িতে ঢুকতেই পারেন কিন্তু আলিয়া পারবেন না, কারণ বাড়ির মালকিন এখন নওয়াজের মা। 


অন্যদিকে, ওই ভিডিওয় আলিয়াকে এও বলতে শোনা যায়, তাঁর এখন কোথাও যাওয়ার জায়গা নেই এবং তাঁর অ্যাকাউন্টে মাত্র ৮১ টাকা পড়ে রয়েছে। তবে নওয়াজউদ্দিনের ঘনিষ্ঠ এক সূত্র এই ঘটনাকে মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, নওয়াজউদ্দিন ২০১৬ সালেই আলিয়ার জন্য বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন মুম্বইয়ে। সেই ফ্ল্যাটে ভাড়া দিয়েছেন আলিয়া, খবর সূত্রের। 


 






আলিয়া যে ভিডিও পোস্ট করেছেন, সেই সঙ্গে একটি লম্বা ক্যাপশনও লিখেছেন। সেখানেই আলিয়ার দাবি, নওয়াজ তাঁর নিজের নিষ্পাপ সন্তানদেরও ছাড়েননি। তাঁর কথায়, বাড়ি থেকে বেরিয়ে তিনি ভারসোভা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, এবং যখন ফিরে আসেন তখন গার্ডরা তাঁকে ঢুকতে দেননি আর। তিনি এও লেখেন যে তাঁর মেয়ে বিশ্বাসই করতে পারেনি যে ওর বাবা, ওর সঙ্গে এমনটা করতে পারেন।


আরও পড়ুন: Am I Next: এক কিশোরীর লড়াইয়ের গল্প, নারীদিবসে মুক্তি পাবে অনুষ্কার 'অ্যাম আই নেক্সট'


কাজের ক্ষেত্রে, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে 'হড্ডি' ছবিতে দেখা যাবে রূপান্তরকামীর চরিত্রে। এই বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা।