মুম্বই: আচমকাই সংবাদমাধ্যমে শোনা গেল যে রণবীর সিংহের সঙ্গে বিয়ের প্রস্তুতির মাঝেই ফের রণবীর কপূরের সান্নিধ্যে ফিরে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। জানা যায় কোনও একটি বিশেষ কারণের জন্যে তাঁদের ফের এই কাছাকাছি আসা। সূত্রের দাবি, মনীষ মালহোত্রার এক ফ্যাশন শোয়ে একসঙ্গে হাঁটবেন রণবীর-দীপিকা। তার আগে দুই তারকা একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানের পর আচমকাই শোনা যায় রণবীর প্রপোজ করেছেন দীপিকাকে।
অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ইন্সটাগ্রামে পোস্ট করেন রণবীর-দীপিকার ভক্তরা। সেখানেই দেখা যায় কোনও একমুহূর্তে নতজানু হয়ে দীপিকার সামনে বসে রয়েছেন রণবীর। আবার একসময় কর্ণ যখন দীপিকাকে প্রশ্ন করেন, বলিউডের সবচেয়ে সেক্সি তারকা কে? অভিনেত্রী রণবীর পাশে থাকায় তাঁর বর্তমান প্রেমিকের নাম না বলে, জন অ্যাব্রাহামের নাম বলেন। তবে পুরোটাই মজার ছলে, আসলে কেউই কাউকে প্রপোজ করেননি।