কলকাতা: অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম অভিনীত 'ওহ মাই গড ২' নিয়ে উন্মাদনা বাড়ছে। এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, অক্ষয়কে (Akshay Kumar) যখন এই ছবির স্ক্রিপ্ট শোনানো হয়, তখন তিনি করোনার সঙ্গে লড়াই করছিলেন। মুম্বইয়ের হাসপাতালের বিছানায় শুয়েই তিনি ছবির চিত্রনাট্য় শোনেন। ভিডিও কলের মাধ্য়মে স্ক্রিপ্টের উপর চূড়ান্ত আলোচনা হয়। আর তখনই তিনি ছবিতে অভিনয়ে সম্মতি জানান।


উল্লেখ্য়, সিবিএফসি (Central Board for Film Certification) তরফে 'A' সার্টিফিকেট পেয়েছে 'ওহ মাই গড ২'। অর্থাৎ প্রাপ্ত বয়স্করাই শুধু এই ছবি দেখতে পারবেন। সম্প্রতি দ্য কেরালা স্টোরি, আদিপুরুষ এবং হলিউডি ছবি ওপেনহাইমারও ধর্মীয় ইস্যুতে বিতর্কের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাই বিতর্ক ঝড় নতুন করে বড় আকার নেওয়ার আগেই রাশ টানে সেন্সর বোর্ড। ইতিমধ্যেই ছবিটি নিয়ে বিতর্ক রুখতে ২০ টি দৃশ্য়ে এডিট করেছে সেন্সর বোর্ড।


আরও পড়ুন...


চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর করার জন্য ব্যবহার করুন হেয়ার সিরাম, কেমিক্যাল এড়াতে তৈরি করুন বাড়িতেই


অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২'শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল।  এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরেও তৈরি হয়েছিল গুঞ্জন। প্রায় ১ যুগ ছুঁইছুঁই। বিতর্ক ছাড়ল না এবারও। প্রসঙ্গত, ১১ বছর আগে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড।' সেসময় এই ছবি বহু প্রশংসিত হয়। তবে বিতর্ক যে হয়নি এমন একদমই নয়। কারণ ওই যে বিষয় যেখানে সবথেকে স্পর্শকাতর। ধর্ম বলে কথা।  'ওহ মাই গড' ছবিতে সেবার কৃষ্ণ হয়েছিলেন অক্ষকুমার। আর এবার অক্ষয় কুমারকে দেখা যাবে শিবের ভূমিকায়। ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে। 





প্রসঙ্গত, ২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েককে দেখা যাবে। ছবির পরিচালক অমিত রাই। 


উল্লেখ্য়, ২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। মুক্তির সময় তো বটেই, তারপরেও বছরের পর বছর ধরে এই ছবি বারবার প্রশংসিত হয়েছে। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial