মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। ছোট থেকে বড়, সকলেই তাঁর অনুরাগী। শুধু তাই অভিনয়েই নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টেও মুগ্ধ থাকেন নেটিজেনরা। নানা সময়ে তাঁকে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর সিংহ পুরনো দিনের স্মৃতিচারণা করছিলেন। জানান, বারো বছর আগে তিনি কত টাকা খরচ করে প্রথম পোর্টফোলিও তৈরি করেছিলেন। আর তাঁর বাবা কত কষ্ট করে সেই টাকাটা খরচ করেছিলেন।
কীভাবে রণবীরের পোর্টফোলিওর জন্য টাকা দেন অভিনেতার বাবা?
সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে কেরিয়ারের শুরুর দিকগুলোর স্মৃতিচারণা করতে দেখা যাচ্ছে তাঁকে। সেখানেই তিনি জীবনের প্রথম পোর্টফোলিও তৈরির কথা সকলের সঙ্গে শেয়ার করে নেন। জানান, কত কষ্ট করে তাঁর প্রথম পোর্টফোলিও তৈরি করার জন্য তাঁর বাবা ৫০ হাজার টাকা খরচ করেছিলেন। রণবীর সিংহ বলেন, 'বাবা তুমি মনে করতে পারছ? বারো বছ আগে। আমি আমার পোর্টফোলিও তৈরি করতে গিয়েছিলাম। যাঁরা অভিনেতা হতে আসেন, স্ট্রাগল করার দিনগুলোয় প্রত্যেকের পোর্টফোলিও থাকা জরুরি থাকে। যা যেকোনও অডিশন কিংবা কোনও বড় কোনও পরিচালক কিংবা প্রযোজককে সেটা দেখিয়ে কাজ চাইতে হয়। পোর্টফোলিও সঙ্গে নিয়ে বলতে হয়, 'আমি একজন খুব ভালো অভিনেতা। দয়া করে আমাকে একটা কাজের সুযোগ দিন।' মনে আছে, সেই সময়ে পোর্টফোলিও তৈরি করার জন্য ৫০ হাজার টাকার দরকার ছিল। যাতে আমি একজন বড় ফোটোগ্রাফারের থেকে সেটা বানাতে পারি। যেহেতু সে সময়ে ওই টাকার অঙ্কটা আমাদের কাছে অত্যন্ত বেশি ছিল, তাই আমি বাবাকে বলি। বাবা বলেছিল, 'চিন্তা কোরো না। তোমার বাবা আছে। তারপর অনেক কষ্ট করে সেই টাকাটা বাবা দেন।' এই কথা বলার পরই চোখে জল এসে যায় অভিনেতার।
আরও পড়ুন - Top Entertainment News Today: প্রয়াত ঐন্দ্রিলা শর্মা, শোকাচ্ছ্বন্ন বিনোদন জগত, একনজরে বিনোদনের সারাদিন
প্রসঙ্গত, ২০১০ সালে 'ব্যান্ড বাজা বারাত' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রণবীর সিংহ। প্রথম ছবি থেকেই দর্শকের নজর কাড়েন। আর আজ তিনি বি টাউনের সফল একজন অভিনেতা। রণবীর সিংহকে শীঘ্রই দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চনের সঙ্গে তাঁকে দেখা যাবে কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে। এছাড়াও রোহিত শেট্টির 'সার্কাস'-এ অভিনয় করছেন তিনি।