নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর আসন্ন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ ('Jawan' Prevue)। গত ১০ জুলাই, অনুরাগীদের বহু প্রতীক্ষার পর অবশেষে ঝলক এসেছে সামনে। 'পাঠান' (Pathaan) এখন অ্যাটলির (Atlee) হাত ধরে 'জওয়ান' হয়ে প্রেক্ষাগৃহে ফেরার অপেক্ষায়। তবে আপনি কি জানতেন, এই প্রিভিউ সকলের আগে শাহরুখ কাকে দেখিয়েছিলেন? সলমন খানকে (Salman Khan)। হ্যাঁ। নিজেই সেই কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। 


সলমনের প্রশংসায় আপ্লুত শাহরুখ


সোমবার প্রকাশ্যে আসে 'জওয়ান' প্রিভিউ। আর তার ঠিক একদিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন লেখেন, 'পাঠান জওয়ান বন গয়া, দুর্দান্ত ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মজা এসে গেল বাহ্!'


 






সলমনের এই পোস্টে আপ্লুত হয়ে ট্যুইটে উত্তর দিয়েছেন শাহরুখ খান। তিনি লেখেন, 'প্রথমে ভাই, সেই কারণেই তো আপনাকে দেখিয়েছিলাম! আপনার শুভেচ্ছার জন্য এবং প্রথম টিকিট বুক করার জন্য ধন্যবাদ। ভালবাসা।'


 






এই ট্যুইট করার পরই দুই অভিনেতার অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ে। এক অনুরাগী লেখেন, 'খুব মিষ্টি'। অপর এক অনুরাগী লেখেন, 'এসআরকে ও সলমন বলিউডের রাম লক্ষ্মণ'। অপর একজন লেখেন, 'পর্দায় শাহরুখ ও সলমনকে একসঙ্গে নিজের ভাইয়ের মতো লাগে। এত ভাল বন্ধন। এত ভালবাসা। বলিউডের শেষ দুই মেগাস্টার।'


আরও পড়ুন: Shah Rukh Khan and Jawan: হেমন্ত মুখোপাধ্যায়ের গানে নাচ শাহরুখের! 'জওয়ান'-এর ঝলকে আবেগতাড়িত বাঙালি


প্রসঙ্গত, বছরের শুরুতেই মুক্তি পায় 'পাঠান'। শাহরুখের এই ছবিতে বিশেষ চরিত্রে অংশ নেন সলমন খান। পাঠানের ছবিতে টাইগারের প্রবেশ দেখেছেন দর্শক। এবার 'টাইগার ৩' ছবিতে হাজির হবেন শাহরুখও। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে 'টাইগার ৩'। 'জওয়ান' মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial