মুম্বই: সুশান্তের মৃত্যুর পর তাঁর শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। সূত্র বলছে, ‘দিল বেচারা’-র ট্রেলারের দর্শক সংখ্যা ভেঙে দিয়েছে বহু রেকর্ডই। সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার অনলাইনে প্রকাশিত হওয়ার ২১ ঘণ্টার মধ্যেই সেটি দেখেন ২৫ মিলিয়নেরও বেশি মানুষ। ‘লাইক’ করেন ৫.৫. মিলিয়ন দর্শক। প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বিচারে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের ছবি ‘এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দিল বেচারা’।
এবার প্রকাশ্যে আসতে চলেছে ‘দিল বেচারা’-র টাইটল ট্র্যাক। আগামী কালই সেই গানটি সম্পূর্ণ শুনতে পাবে দর্শক। টাইটেল ট্র্যাকের টিজারেই দেখা গেল সুশান্তের ঝকঝকে হাসিখুশি চেহারা। গায়ে স্পোর্টস জার্সি। মুখে হাসি। গানের কোনও লাইন শোনা যায়নি। শোনা গিয়েছে শুধু বিটস।
দিল বেচারা-র ট্রেলার শেষ হয়েছিল এ আর রহমনের গানে। 'দিল বেচারা, ফ্রেন্ডজোন কা মারা'। আগামীকাল দুপুর ১২টায় প্রকাশ্যে আসবে ছবির টাইটেল ট্র্যাক।